একই সময়ে দুই তারকা গিয়েছেন বিদেশভ্রমণে। একই দিনে, একই জায়গা থেকে ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন নায়ক-নায়িকা। নায়ককে দেখা গিয়েছে মাঝসমুদ্রে প্রমোদতরীতে ভাসতে। নায়িকাও সেই জায়গার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন। এ ঘটনা সম্পূর্ণ কাকতালীয়, না কি নায়ক-নায়িকা একসঙ্গেই ঘুরতে গিয়েছেন— তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এমনকি, বলি অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে যে বলি নায়ক বীর পহাড়িয়া সম্পর্কে রয়েছেন তা নিয়েও আলোচনা চলছে তুঙ্গে।
মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামের পাতায় একটি ছবি পোস্ট করেছিলেন বীর। প্রমোদতরীতে বসে মাঝসমুদ্রে ভাসছিলেন তিনি, ছবিতে এমনটাই দেখা গিয়েছিল। এই ছবি পোস্ট করার কয়েক ঘণ্টা পরেই তারা একটি ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেন। সেখানে দেখা গিয়েছে সবুজে ঘেরা পাহাড়। সমুদ্রের উপর দিয়ে স্পিডবোট ভেসে যাচ্ছে। নেটাগরিকদের অধিকাংশের দাবি, তারা এবং বীর একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন ইটালিতে। দু’জনের একসঙ্গে ছবি না দিলেও আলাদা ভাবে পর্যটনকেন্দ্রের ছবি তুলে পোস্ট করেছেন তাঁরা। তার পর থেকেই বীর এবং তারার সম্পর্ক নিয়ে শুরু হয় জল্পনা।
তারাই প্রথম নন, এর আগেও একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল বীরের। কানাঘুষো শোনা যায়, বলি অভিনেতা সইফ আলি খানের কন্যা সারা আলি খানের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন বীর। বলিপাড়ায় পা রাখার আগে বীরের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর।
একই স্কুলে পড়াশোনা করতেন বীর এবং সারা। বলিপাড়ার জনশ্রুতি, সেখান থেকেই আলাপ এবং প্রেমের সূত্রপাত দু’জনের। তবে কোনও অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। চলতি বছরের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘স্কাই ফোর্স’। সেই ছবিতে একই সঙ্গে অভিনয় করতে দেখা যায় সারা এবং বীরকে।
সারার সূত্রে বীরের সঙ্গে পরিচয় হয় তাসহিন রহিমতুলা নামে এক তরুণীর। পেশায় উদ্যোগপতি তিনি। কানাঘুষো শোনা যায়, সারার সঙ্গে বিচ্ছেদের পর নাকি তাসহিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বীর।
২০২৪ সালের জুলাই মাসে মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী তাঁর দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন। এই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর। অনুষ্ঠানে বীরের সর্ব ক্ষণের সঙ্গী ছিলেন বলিউডের নায়িকা মানুষী চিল্লর। কানাঘুষো শোনা যায়, মানুষীর সঙ্গেও নাকি সম্পর্কে ছিলেন বীর।
অন্য দিকে, তারার ‘প্রেমিক’-এর তালিকাও দীর্ঘ। বলিপাড়া সূত্রে খবর, এক বলি নায়কের সঙ্গে ছিল তাঁর দীর্ঘ দিনের প্রেম। তিন বছর ধরে সম্পর্কে ছিলেন নায়িকা। কানাঘুষো শোনা যাচ্ছিল, খুব তাড়াতাড়ি বিয়ে করবেন তারকা। কিন্তু তাঁদের সম্পর্কে ‘তৃতীয় ব্যক্তি’ হয়ে ঢুকে পড়েছিলেন নায়িকার প্রিয় বান্ধবী। সে কারণেই বিচ্ছেদ হয়েছিল বলি নায়িকার।
বলিপাড়া সূত্রে খবর, ২০১৮ সালে ছবিনির্মাতা কর্ণ জোহরের বাড়ির এক অনুষ্ঠানে তারার সঙ্গে আলাপ হয় বলি অভিনেতা আদর জৈনের। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব এবং প্রেম। দু’বছর চুপি চুপি প্রেম করার পর আদরের সঙ্গে সম্পর্কে থাকার কথা আর গোপন রাখতে চাননি তারা। সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন তিনি। একসঙ্গে দেশ-বিদেশের বহু জায়গায় আদরের সঙ্গে ঘুরতেও যেতেন তিনি।
বলিপাড়া সূত্রে জানা যায়, ২০২২ সালে আদরের সঙ্গে প্যারিসে ঘুরতে গিয়েছিলেন তারা। তবে ‘ভালবাসার শহর’-এ তারার প্রিয় বান্ধবী আলেখা আডবাণীও যুগলের সঙ্গী হয়েছিলেন। তারার সঙ্গে আলেখার ভাল বন্ধুত্ব ছিল। সেই সূত্রে আদরের সঙ্গেও ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল আলেখার।
কানাঘুষো শোনা যায়, তারা এবং আদর একসঙ্গে কোথাও গেলে আলেখাও তাঁদের সঙ্গী হতেন। বলিপাড়ার অধিকাংশের দাবি, তারার সঙ্গে থাকাকালীনই নাকি আলেখার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আদর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আলেখাকে বিয়ে করেন আদর।
আদরের সঙ্গে বিচ্ছেদের পর বলি অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল তারার। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, কার্তিকের সঙ্গে নাকি সম্পর্কেও ছিলেন তারা। কিন্তু সেই সম্পর্কের কথা অস্বীকার করে নায়িকা জানিয়েছিলেন যে, তিনি ‘সিঙ্গল’ রয়েছেন।
‘জিস্ম ২’-এর অভিনেতা অরুণোদয় সিংহের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন তারা। দেড় বছর ধরে ডেট করেছিলেন দু’জনে। পরে অবশ্য তাঁদের সম্পর্ক নিয়ে তারা জানিয়েছিলেন যে, অরুণোদয়ের সঙ্গে তাঁর শুধু বন্ধুত্বই রয়েছে।
২০১৯ সালে মিলাপ জ়াওয়েরী পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মরজাঁভা’ ছবিটি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মলহোত্রা। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তারাকে। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় যে, সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারার।
‘মরজাঁভা’ ছবির শুটিংয়ের দৌলতেই সিদ্ধার্থ এবং তারা একে অপরের কাছে এসেছিলেন। দু’জনে নাকি ডেট করতেও শুরু করেছিলেন। কিন্তু তাঁদের সম্পর্ক বেশি দূর গড়ায়নি। বলিপাড়ার গুঞ্জন, সেই সময় ‘হ্যালো চার্লি’ ছবির অভিনেতা আদরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারা। তাই সিদ্ধার্থের সঙ্গে তারার সম্পর্ক প্রেমের পরিণতি পায়নি।
বলিউডের জনশ্রুতি, তারার সঙ্গে সম্পর্কে দাঁড়ি পড়ে যাওয়ার পর বলি অভিনেত্রী কিয়ারা আডবাণীর প্রেমে পড়েছিলেন সিদ্ধার্থ। ২০২৩ সালে বিয়ে করেন দুই তারকা। কিয়ারা বর্তমানে অন্তঃসত্ত্বা।
বীরের দাদু সুশীলকুমার শিন্দে ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাবা সঞ্জয় পহাড়িয়া মুম্বইয়ের প্রথম সারির শিল্পপতি। কিন্তু রাজনীতি অথবা ব্যবসা নিয়ে কেরিয়ার গড়তে চাননি বীর। ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর।
২০২২ সালে বরুণ ধওয়ান অভিনীত ‘ভেড়িয়া’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বলিপাড়া সূত্রে খবর, এই ছবির পরিচালক অমর কৌশিকের সঙ্গে সহ-পরিচালনা করেছিলেন বীর। তার পাশাপাশি ‘ভেড়িয়া’ ছবিতে বরুণের ‘বডি ডাবল’ হিসাবেও অভিনয় করতে দেখা গিয়েছিল বীরকে।
বলিপাড়ার অধিকাংশের দাবি, বীরের ভাই শিখর পহাড়িয়ার সঙ্গে বলি অভিনেত্রী জাহ্নবী কপূর বহু দিন ধরে সম্পর্কে রয়েছেন। এমনকি, জাহ্নবীও বিভিন্ন সময়ে শিখরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আভাস দিয়েছেন।
সব ছবি: সংগৃহীত।