Most Expensive Condom

বিক্রি হয়েছিল ৪৪ হাজার টাকায়! কী দিয়ে তৈরি হয়েছিল ১৯ সেমি লম্বা বিশ্বের সবচেয়ে দামি কন্ডোম?

কোনও কোনও দেশে সরকারের তরফে বিনামূল্যে কন্ডোম বিতরণ করা হয়। আবার এমনও দেশ আছে, যেখানে বেতনের অর্ধেক দিয়ে দিতে হয় শুধু এক প্যাকেট কন্ডোম কিনতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০৯:২৫
০১ ১৪
All need to know about world most expensive condom

দুনিয়ার সবচেয়ে দামি কন্ডোম! তা-ও আবার এখনকার তৈরি নয়। তৈরি হয়েছিল ২০০ বছর আগে। সেই কন্ডোমের দাম শুনে চোখ কপালে উঠেছে অনেকের।

০২ ১৪
All need to know about world most expensive condom

কোনও কোনও দেশে সরকারের তরফে বিনামূল্যে কন্ডোম বিতরণ করা হয়। আবার এমনও দেশ আছে, যেখানে এক প্যাকেট কন্ডোম চড়া দামে বিক্রি হয়।

০৩ ১৪
All need to know about world most expensive condom

কিন্তু ২০০ বছর বয়সি একটি কন্ডোম বিশ্বের সবচেয়ে দামি কন্ডোমের স্বীকৃতি পেয়েছে।

Advertisement
০৪ ১৪
All need to know about world most expensive condom

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই শতাব্দী পুরনো কন্ডোমটি কয়েক বছর আগে নিলামে ওঠে। সেই সময় বিক্রি হয়ে ৪৬০ পাউন্ডে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ হাজার টাকা।

০৫ ১৪
All need to know about world most expensive condom

বিশ্বের সবচেয়ে দামি সেই কন্ডোম আধুনিক ল্যাটেক্স কন্ডোমের মতো একেবারেই নয়। ১৮ শতকের গর্ভনিরোধকটি তৈরি হয়েছে ভেড়ার অন্ত্র দিয়ে।

Advertisement
০৬ ১৪
All need to know about world most expensive condom

সে যুগে গর্ভনিরোধক মূলত তৈরি হত ভেড়া, শূকর, বাছুর এবং ছাগলের মতো প্রাণীদের অন্ত্র দিয়েই।

০৭ ১৪
All need to know about world most expensive condom

তবে সেই যুগে প্রাণীদের অন্ত্র দিয়ে তৈরি নিরোধ নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের ধরাছোঁয়ার মধ্যে ছিল না। মূলত উচ্চবিত্তেরাই সেগুলি ব্যবহার করতেন।

Advertisement
০৮ ১৪
All need to know about world most expensive condom

১৯ শতকের আগে পর্যন্ত মূলত প্রাণীর অন্ত্র দিয়ে তৈরি কন্ডোম ব্যবহারের প্রচলন ছিল। ১৯ শতকের পরে রাবারের তৈরি সস্তার নিরোধ বাজারে ছেয়ে যায়।

০৯ ১৪
All need to know about world most expensive condom

এর পরে গর্ভনিরোধক হিসাবে পশুর অন্ত্রের ব্যবহার কমতে কমতে বিলুপ্ত হয়ে যায়।

১০ ১৪
All need to know about world most expensive condom

বিশ্বের সবচেয়ে দামি কন্ডোমের তকমা পাওয়া নিরোধটি আবিষ্কৃত হয়েছিল ফ্রান্সে। পশুর অন্ত্র দিয়ে তৈরি ১৯ সেন্টিমিটারের কন্ডোমটি নিলামে তোলা হয় ২০১৭ সালে। ৪৪ হাজার টাকা দিয়ে সেটি কিনে নেন আমস্টারডামের এক ব্যক্তি।

১১ ১৪
All need to know about world most expensive condom

যে সংস্থার তরফে কন্ডোমটি নিলামে তোলা হয়, তার নাম ক্যাটাউইকি। সেই সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছিল, ‘‘ভেড়ার অন্ত্র দিয়ে তৈরি প্রাচীন কন্ডোমটি একটি অসাধারণ নিদর্শন। এটি নিরোধের বিবর্তন এবং ইতিহাসের উপর আলোকপাত করে।’’

১২ ১৪
All need to know about world most expensive condom

সংস্থাটি আরও জানিয়েছিল, কন্ডোমটি নিলামের সময় বহু মানুষ অংশ নেন। বিভিন্ন জাদুঘরও সেটি কিনতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে শেষ পর্যন্ত কিনে নেন আমস্টারডামের এক ব্যক্তি।

১৩ ১৪
All need to know about world most expensive condom

সম্প্রতি ভেনেজুয়েলায় কন্ডোমের দাম সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। ২০২২ সালে সে দেশে এক প্যাকেট কন্ডোমের দাম ছিল প্রায় ৬০ হাজার টাকা।

১৪ ১৪
All need to know about world most expensive condom

উল্লেখ্য, ভারতের মতো দেশে তিনটি প্যাকের কন্ডোম বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকার মধ্যে।

সব ছবি: সংগৃহীত এবং প্রতীকী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি