Major Mohit Sharma

সেনায় যোগ দিতে ইঞ্জিনিয়ারিং ছাড়েন, পাকিস্তানে গিয়ে পরিচালনা করেন গোপন অভিযান! ‘ধুরন্ধর’ কি সেই মেজর মোহিত শর্মা?

‘ধুরন্ধর’ এই বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি। ছবিটি তৈরি হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। অন্তত তেমনটাই দাবি করা হয়েছে ছবির ট্রেলারে। মনে করা হচ্ছে, পাকিস্তানে গিয়ে ভারতীয় কোনও বীর সেনার বিজয়ের গাথা দেখা যাবে ছবিটিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৩:৩৫
০১ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

গোলাগুলি, বিস্ফোরণ, মারপিট, রক্ত, ভয়ঙ্কর সব চরিত্র। বলিউডের আসন্ন ছবি ‘ধুরন্ধর’ ছবির মূল ঝলক প্রকাশ্যে আসতেই তা হইচই ফেলেছে। আদিত্য ধর পরিচালিত এই ছবির ট্রেলার দেখেই শিউরে উঠছেন দর্শক। ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই।

০২ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

‘ধুরন্ধর’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন রণবীর সিংহ। ‘পদ্মাবত’-এর পর আবারও লম্বা চুল এবং দাড়িতে দেখা যাবে রণবীরকে। যদিও অভিনেতার ভক্তকুলের দাবি, ‘পদ্মাবত’-এর রণবীরের চেয়ে ‘ধুরন্ধর’-এর রণবীর আরও ভয়ঙ্কর, আরও ‘ডার্ক’।

০৩ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

রণবীর ছাড়াও ‘ধুরন্ধর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খন্না এবং অর্জুন রামপাল। তাঁদের প্রত্যেকেরই ‘লুক’ সাড়া ফেলেছে। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন সারা অর্জুন। ২৮০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে ‘ধুরন্ধর’। আগামী ৫ ডিসেম্বর এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Advertisement
০৪ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

‘ধুরন্ধর’ এই বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি। ছবিটি তৈরি হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। অন্তত তেমনটাই দাবি করা হয়েছে ছবির ট্রেলারে। মনে করা হচ্ছে, পাকিস্তানে গিয়ে ভারতীয় কোনও বীর সেনার বিজয়ের গাথা দেখা যাবে ছবিটিতে।

০৫ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

ইতিমধ্যেই মাধবন, অক্ষয় এবং সঞ্জয়ের সঙ্গে বাস্তবের কিছু চরিত্রের মিল খুঁজে পেয়েছেন সিনেমা নিয়ে চর্চা করা অনুরাগীরা। দর্শকের দাবি, মাধবন অভিনীত অজয় সান্যাল চরিত্রটি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপর ভিত্তি করে তৈরি।

Advertisement
০৬ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

তেমনই অক্ষয়ের চরিত্রের সঙ্গে করাচির একসময়ের কুখ্যাত মাফিয়া রেহমান ডাকাইত এবং সঞ্জয়ের চরিত্রের সঙ্গে পাকিস্তান পুলিশের দুঁদে অফিসার চৌধরি আসলাম খানের মিল খুঁজে পেয়েছেন অনেকে। কিন্তু ছবির নায়ক রণবীরের চরিত্র কার আদলে তৈরি? তা নিয়ে খোলসা করে কিছু দেখানো হয়নি ট্রেলারে। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

০৭ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

তবে সিনেবোদ্ধাদের অনেকেই বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি চালিয়ে দাবি করছেন, ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের চরিত্র ভারতের বীর সেনা মেজর মোহিত শর্মার জীবন থেকে অনুপ্রাণিত। অনেকে আবার মেজর মোহিত শর্মার একটি অভিযানে থাকাকালীন বেশভূষার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন রণবীরের চেহারা এবং বেশভূষার।

Advertisement
০৮ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

সত্যিই কি ‘ধুরন্ধর’-এ মেজর মোহিত শর্মার চরিত্রে অভিনয় করছেন রণবীর সিংহ? অনেকে তেমন দাবি করলেও ছবির নির্মাতাদের তরফে সে কথা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।

০৯ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

কিন্তু কে এই মেজর মোহিত শর্মা? ১৯৭৮ সালের ১৩ জানুয়ারি হরিয়ানার রোহতকে একটি হিন্দু পরিবারে মোহিতের জন্ম। যদিও তাঁর পৈতৃক বাড়ি উত্তরপ্রদেশের মেরঠ জেলার রসনা গ্রামে।

১০ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

মোহিতের বাবা ছিলেন রাজেন্দ্রপ্রসাদ শর্মা এবং মা সুশীলা শর্মা। শর্মা পরিবারের দ্বিতীয় সন্তান ছিলেন মোহিত। ডাকনাম ছিল চিন্টু।

১১ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

১৯৯৫ সালে গাজ়িয়াবাদের একটি বেসরকারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি বা এনডিএ-র পরীক্ষা দেন মোহিত। পাশাপাশি, মহারাষ্ট্রের শেগাঁওয়ের শ্রী সন্ত গজানন মহারাজ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এও ভর্তি হন। কলেজে পড়তে পড়তেই এনডিএ-তে যোগদানের ডাক পান।

১২ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

এককথায় ইঞ্জিনিয়ারিং ছেড়ে স্বপ্নপূরণের জন্য এনডিএ-তে যোগ দিয়েছিলেন মোহিত। প্রশিক্ষণের সময় তিনি সাঁতার, বক্সিং এবং ঘোড়সওয়ারিতে দক্ষতা প্রমাণ করেন। এনডিএ-র বন্ধুরা তাঁকে ডাকতেন মাইক নামে।

১৩ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

প্রশিক্ষণ শেষে ১৯৯৮ সালে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ)-তে যোগ দেন মোহিত। সেখানে তিনি ‘ব্যাটালিয়ন ক্যাডেট অ্যাডজুট্যান্ট’ নিযুক্ত হন। রাষ্ট্রপতি ভবনে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি কেআর নারায়ণনের সঙ্গে দেখা করার সুযোগ পান। ১৯৯৯ সালের ডিসেম্বরে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন মোহিত।

১৪ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

মোহিতের প্রথম পোস্টিং ছিল হায়দরাবাদে পঞ্চম ব্যাটালিয়ন দ্য মাদ্রাজ রেজিমেন্টে। ৩৮ আরআর রাষ্ট্রীয় রাইফেলসেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। ২০০২ সালের ডিসেম্বরে প্যারা স্পেশ্যাল ফোর্সেস-এ যোগ দেন মোহিত। সফল ভাবে প্রশিক্ষণের পর ২০০৩ সালের জুনে তিনি একজন প্রশিক্ষিত প্যারা কমান্ডো হন।

১৫ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

২০০৫ সালের ১১ ডিসেম্বর মোহিতকে মেজর হিসাবে পদোন্নতি দেওয়া হয়। ২০০৪ সালের মার্চ মাসে একটি অভিযানের জন্য সেনাপদক প্রাপ্তি হয় তাঁর। এর পর বেলগাঁওয়ে কমান্ডোদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পড়ে তাঁর অভিজ্ঞ কাঁধে।

১৬ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

২০০৮ সালে কাশ্মীরে চলে যান মোহিত। মনে করা হয় সে সময়ই পাকিস্তানে ঢুকে বেশ কিছু গোপন অভিযান পরিচালনা করেন তিনি। সীমান্তের ওপারে তিনি ‘ইকবাল’ নামে গোপনে কাজ করতেন বলেও দাবি করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।

১৭ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

২০০৯ সালের ২১ মার্চ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা সেক্টরের হাফরুদা বনে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাধে ভারতীয় সেনার। সেই অভিযানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মোহিতের। তবে মৃত্যুর আগে চার জঙ্গিকে নিকেশ করেছিলেন মোহিত। দুই সতীর্থকেও উদ্ধার করেছিলেন।

১৮ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

মৃত্যুর পর মোহিতকে মরণোত্তর অশোক চক্রে ভূষিত করা হয়। তবে সেনা হিসাবে দায়িত্ব পালনের সময়ও ‘অপারেশন রক্ষক’-এ সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে দৃষ্টান্তমূলক দায়িত্ব পালনের জন্য এবং ২০০৫ সালে একটি গোপন অভিযানের পর সেনাপদক পেয়েছিলেন তিনি।

১৯ ১৯
Is Dhurandhar movie inspired from Major Mohit Sharma’s life, many started speculating after trailer launch

২০১৯ সালে, দিল্লি মেট্রো কর্পোরেশন রাজেন্দ্র নগর মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে মেজর মোহিত শর্মা রাজেন্দ্র নগর মেট্রো স্টেশন রাখে। ‘ধুরন্ধর’ ছবির প্রথম ঝলক মুক্তির পর অনেকেই মনে করছেন, সেই মোহিতের জীবন থেকে অনুপ্রাণিত রণবীরের চরিত্রটি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি