Yesha Sagar

বলি নায়িকাদেরও বাউন্ডারির বাইরে পাঠান! মহিলাদের আইপিএলে মাইক হাতে দর্শকের মন জয় করছেন তন্বী

বিপিএল ২০২৫-এ চট্টগ্রাম কিংস দলের অন্যতম মুখ ছিলেন ইয়েশা। কিন্তু তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে বাধ্য হন ফ্রাঞ্চাইজ়ির মালিক সমীর কাদের চৌধুরী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৬:১৭
০১ ১৩
Yesha Sagar

শুক্রবার থেকে শুরু হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল), যা মহিলাদের আইপিএল নামে অধিক পরিচিত। ডব্লিউপিএলে চতুর্থ মরসুমের উদ্বোধনী অনুষ্ঠান পারফর্ম করেন জ্যাকলিন ফার্নান্ডেজ়, হারনাজ় সিংহ সান্ধু এবং হানি সিংহ। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়লেন তন্বী সঞ্চালিকা। তাঁর রূপে-গুণে মুগ্ধ হয়ে গিয়েছেন ক্রিকেট অনুরাগীরা। তাঁর পরিচয় নিয়ে কৌতূহলও তৈরি হয়েছে সকলের মনে।

০২ ১৩
Yesha Sagar

সুন্দরী সঞ্চালিকার নাম ইয়েশা সাগর। ভারতীয় হলেও বর্তমানে তিনি থাকেন কানাডায়। সৌন্দর্যের মাপকাঠিতে বলি অভিনেত্রীদের চেয়ে কোনও অংশে কম যান না ইয়েশা।

০৩ ১৩
Yesha Sagar

১৯৯৬ সালের ডিসেম্বর মাসে পঞ্জাবে জন্ম ইয়েশার। সেখানেই স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন তিনি। এর পর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন।

Advertisement
০৪ ১৩
Yesha Sagar

২০১৫ সালে কানাডার টরোন্টোর একটি কলেজে ভর্তি হন ইয়েশা। কলেজে পড়াকালীন হাতখরচের জন্য সেখানকার এক রেস্তরাঁয় কাজও করেন তিনি।

০৫ ১৩
Yesha Sagar

বিদেশে পড়াশোনা করলেও কেরিয়ার গড়তে দেশে ফেরার সিদ্ধান্ত নেন ইয়েশা। ভারতে ফিরে মডেলিং শুরু করেন তিনি। তার পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় মডেল হিসাবে কাজ করেন ইয়েশা।

Advertisement
০৬ ১৩
Yesha Sagar

মডেলিংয়ের জগতে পরিচিতি তৈরি হওয়ার পর মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করার সুযোগ পান ইয়েশা। কয়েক বছরের মাথায় পঞ্জাবি ভাষার একাধিক গানের দৃশ্যে অভিনয় করেন তিনি।

০৭ ১৩
Yesha Sagar

২০২৩ সালে গ্লোবাল টি টোয়েন্টি কানাডা ম্যাচের সঞ্চালনা করার সুযোগ পান ইয়েশা। তার পর উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এও সঞ্চালনার দায়িত্ব পান তিনি।

Advertisement
০৮ ১৩
Yesha Sagar

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ক্রিকেট৯৭’ সূত্রে খবর, বিপিএল ২০২৫-এ চট্টগ্রাম কিংস দলের অন্যতম মুখ ছিলেন ইয়েশা। কিন্তু তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে বাধ্য হন ফ্রাঞ্চাইজ়ির মালিক সমীর কাদের চৌধুরী।

০৯ ১৩
Yesha Sagar

সমীরের অভিযোগ, চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করেননি ইয়েশা। তার অপেশাদার আচরণের কারণে দলের সম্মানহানি হয়েছে। কিন্তু সমীরকে কোনও জবাব না দিয়ে টুর্নামেন্ট থেকে পুরোপুরি সরে যান ইয়েশা।

১০ ১৩
Yesha Sagar

ইয়েশা শরীরচর্চা করতে খুব ভালবাসেন। ক্রিকেটের অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি ধারাভাষ্যকার হিসাবেও কাজ করেছেন তিনি।

১১ ১৩
Yesha Sagar

ইয়েশা একাধারে ফিটনেস প্রভাবীও। সমাজমাধ্যমের পাতায় জনপ্রিয় ফিটনেস ব্র্যান্ডের প্রচার করতে দেখা যায় তাঁকে।

১২ ১৩
Yesha Sagar

ইতিমধ্যেই ৩০টির বেশি মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করে ফেলেছেন ইয়েশা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ারা দা রুতবা’ নামের প়ঞ্জাবি ভাষার ছবির মাধ্যমে বড়পর্দায় কেরিয়ার শুরু করেন তিনি।

১৩ ১৩
Yesha Sagar

সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগীমহলও তৈরি করে ফেলেছেন ইয়েশা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুরাগীর সংখ্যা ১২ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি