Egg Finger

বাড়িতে মাছ নেই? শীতের সন্ধ্যায় ডিম দিয়েই বানিয়ে ফেলুন এগ ফিঙ্গার

অতিথিকে রেস্তরাঁর খাবার খাওয়াতে পছন্দ করেন না অনেকেই। সে ক্ষেত্রে বাড়িতেই চটজলদি কিছু বানিয়ে নিতে পারেন। ফ্রিজে মাছ, মাংস না থাকলেও চলবে। ডিম দিয়েই বানিয়ে নিতে পারেন এগ ফিঙ্গার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ১৯:২৯
Symbolic image.

এগ ফিঙ্গার। ছবি: সংগৃহীত।

চপ, কাটলেট, পকোড়া, কবিরাজি— শীতের সন্ধ্যায় এমন সব মুখরোচক খাবারের জন্য উতলা হয়ে ওঠে মন। অনেকেই অফিস ফেরত পছন্দের দোকান থেকে কিনে আনেন। আবার অর্ডার করে দিলে কয়েক মিনিটে খাবার সামনে এসে হাজির। কিন্তু হঠাৎ অতিথি চলে এলে পড়তে হয় বেকায়দায়। অতিথিকে রেস্তরাঁর খাবার খাওয়াতে পছন্দ করেন না অনেকেই। সে ক্ষেত্রে বাড়িতেই চটজলদি কিছু বানিয়ে নিতে পারেন। ফ্রিজে মাছ, মাংস না থাকলেও চলবে। ডিম দিয়েই বানিয়ে নিতে পারেন এগ ফিঙ্গার।

Advertisement

উপকরণ:

ডিম ৭টি

পেঁয়াজ কুচি: আধ কাপ

পাউরুটির গুঁড়ো: ১ কাপ

গোলমরিচ গুঁড়ো: ২ চা চামচ

ময়দা: ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ

চিলি ফ্লেক্স: ১ চামচ

নুন: স্বাদমতো

সাদা তেল: পরিমাণ মতো

প্রণালী:

প্রথমে একটি বাটিতে ডিম ফাটিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে ফেটিয়ে নিন।

তার পর একটি গোল টিফিন কৌটোতে ভাল করে তেল মাখিয়ে তাতে ডিমের এই মিশ্রণটি ঢেলে দিন।

এ বার কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে বাক্সটি বসিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে দিন।

২৫ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হয়ে গেলে বাক্সের ঢাকনা খুলে দেখে নিন জমাট বেঁধেছে কি না। যদি জমাট বাঁধে তা হলে লম্বা করে কেটে নিন।

এ বার অন্য একটি পাত্রে পাউরুটির গুঁড়ো, নুন, গোলমরিচ মিশিয়ে নিন। আরও একটি পাত্রে দু’টি ডিম ফেটিয়ে রাখুন।

এ বার ফিঙ্গারগুলি প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তার পর পাউরুটির গুঁড়ো মাখিয়ে ডোবা তেলে ভেজে নিন। কাসুন্দি ও স্যালাডের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে।

Advertisement
আরও পড়ুন