Gulveer Singh in Asian Athletics Championships

এশিয়ান অ্যাথলেটিক্সে ভারতকে সোনা এনে দিলেন সেনা জওয়ান গুলবীর, খরা কাটল ৮ বছরের

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপের শুরুটা ভাল করল ভারত। ১০,০০০ মিটার দৌড়ে সোনা জিতলেন গুলবীর সিংহ। আট বছরের খরা কাটালেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৭:১৬
sports

সোনা জেতার পর ভারতের গুলবীর সিংহ। ছবি: সমাজমাধ্যম।

আট বছরের খরা কাটল। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপের শুরুটা ভাল করল ভারত। ১০,০০০ মিটার দৌড়ে সোনা জিতলেন গুলবীর সিংহ। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার গুমিতে ১০,০০০ মিটার দৌড় শেষ করতে ২৮ মিনিট ৩৮.৬৩ সেকেন্ড সময় নেন গুলবীর। এটা তাঁর ব্যক্তিগত সেরা সময়। পাশাপাশি ন্যাশনাল রেকর্ডও করেছেন গুলবীর।

Advertisement

উত্তরপ্রদেশের বাসিন্দা ২৬ বছরের গুলবীর ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। গত এশিয়ান গেমসে ১০,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এ বার সোনা জিততে মরিয়া ছিলেন গুলবীর। শেষ ছ’মাস পরিবার থেকে দূরে থেকেছেন তিনি। এশিয়ান অ্যাথলেটিক্সের প্রস্তুতি নিয়েছেন। গত বছর নভেম্বর মাসে তাঁর কন্যা জন্মেছে। এই প্রতিযোগিতার জন্য তার থেকেও দূরে থেকেছেন গুলবীর। তার পুরস্কার পেয়েছেন তিনি।

গুলবীরের সঙ্গে লড়াই চিল জাপানের মেবুকি সুজুকির। তিনি রুপো জিতেছেন। ২৮ মিনিট ৪৩.৮৪ সেকেন্ডে দৌড় শেষ করেছেন তিনি। অর্থাৎ, গুলবীরের থেকে ৫.১১ সেকেন্ড বেশি সময় নিয়েছেন তিনি। ২৮ মিনিট ৪৬.৮২ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতেছেন বাহরিনের আলবার্ট কিবিচি রপ। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে ভারতের সাওয়ান বারওয়ালের। চতুর্থ স্থানে শেষ করেছেন তিনি।

শেষ বার ২০১৭ সালে এশিয়ান অ্যাথলেটিক্সে ১০,০০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ভারতের জি লক্ষ্মনণ। তার পরে গত আট বছরে কেউ সোনা জিততে পারেননি। সেই খরা কাটালেন গুলবীর।

এই প্রতিযোগিতায় জোড়া সোনা জেতার সুযোগ রয়েছে গুলবীরের। শুক্রবার ৫০০০ মিটার দৌড়ের ফাইনাল খেলবেন তিনি। গত ফেব্রুয়ারিতে বস্টন বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিযোগিতায় ১২ মিনিট ৫৯.৭৭ সেকেন্ডে ৫০০০ মিটার শেষ করে নতুন ন্যাশনাল রেকর্ড গড়েছেন তিনি। তাই তাঁর উপর আশা রয়েছে ভারতের।

দিনের শুরুতে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন সার্ভিন সেবাস্তিয়ান। ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন তিনি। ১ ঘণ্টা ২১ মিনিট ১৩.৬০ সেকেন্ডে ইভেন্ট শেষ করেছেন তিনি। চিনের ওয়াং ঝোঝাও (১ ঘণ্টা ২০ মিনিট ৩৬.৯০ সেকেন্ড) সোনা ও জাপানের কেন্টো ইয়োশিকাওয়া (১ ঘণ্টা ২০ মিনিট ৪৪.৯০ সেকেন্ড) রুপো জিতেছেন।

মহিলাদের জ্যাভলিনে এশিয়ান গেমসে সোনাজয়ী অন্নু রানি হতাশ করেছেন। চার নম্বরে শেষ করেছেন তিনি। অন্নু সবচেয়ে বেশি ৫৮.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন। ৫৮.৯৪ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতেছেন জাপানের সাই তাকেমোতো। তাঁর থেকে ৬৪ সেন্টিমিটার কম ছুড়েছেন ভারতের অন্নু।

Advertisement
আরও পড়ুন