World Para Athletics Championship

অ্যাথলেটিক্সের বিশ্বমঞ্চে বড় দায়িত্ব পেলেন বাংলার চন্দন রায়চৌধুরি

চন্দন বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের মিডিয়া ইনচার্জ হয়েছেন। এই প্রথম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স হচ্ছে ভারতে। ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতা হবে দিল্লিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪০
Chandan Roy Choudhury

চন্দন রায় চৌধুরি। ছবি: সংগৃহীত।

বড় দায়িত্ব পেলেন চন্দন রায়চৌধুরি। বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের সংগঠনের দয়িত্বে এসেছেন। রাজ্যের আর এক ক্রীড়া সংগঠক কেআর শ্রীরামও এই প্রতিযোগিতার সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন।

Advertisement

চন্দন বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের মিডিয়া ইনচার্জ হয়েছেন। শ্রীরামকে দেওয়া হয়েছে আর্থিক উপদেষ্টার দায়িত্ব। এই প্রথম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স হচ্ছে ভারতে। ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতা হবে দিল্লিতে।

শুধু বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনেরই সভাপতি নন চন্দন, তিনি বেঙ্গল প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনেরও সভাপতি। অন্য দিকে শ্রীরাম বেঙ্গল প্যারালিম্পিক অ্যাসোসিশনের কোষাধ্যক্ষ। দু’জনের কাছেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং সাইয়ের চিঠি চলে এসেছে।

বিশ্ব অ্যাথলেটিক্সে এটি অন্যতম বড় প্রতিযোগিতা। এ বার ১০৬টি দেশের আড়াই হাজারেরও বেশি প্যারা অ্যাথলিট এবং কর্তা অংশ নিচ্ছেন। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে।

Advertisement
আরও পড়ুন