Ranji Trophy 2025

বাংলার অধিনায়ক ঈশ্বরন, খেলবেন শামি

শামির পাশাপাশি বাংলার হয়ে শুরু থেকেই খেলবেন আকাশ দীপ। রয়েছেন সূরজ সিন্ধু জায়সওয়াল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ০৮:০৩
বাংলা দলের নতুন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন।

বাংলা দলের নতুন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। ফাইল চিত্র।

অনুষ্টুপ মজুমদারের পরিবর্তে এ বারের রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। অভিজ্ঞ ব্যাটসম্যানের উপরেই ভরসা রেখেছেন নির্বাচকেরা। কোচ লক্ষ্মীরতন শুক্লও মনে করেন, ভবিষ্যতের কথা ভেবেই দল গড়া উচিত। তাই অনুষ্টুপের জায়গায় বাংলার নেতা আরও এক বার ঈশ্বরন।

বড় প্রশ্ন ছিল, মহম্মদ শামি বাংলার হয়ে রঞ্জি খেলবেন কি না। কিন্তু কোচ লক্ষ্মীরতন শুক্লকে বুধবারই নিশ্চিত করেন শামি। প্রথম দু’ম্যাচে খেলবেন তিনি। ১২ অক্টোবর চলে আসছেন কলকাতায়। ১৫ অক্টোবর থেকে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ইডেনে এ বারের রঞ্জি অভিযান শুরু বাংলার। ২৫ অক্টোবর ইডেনেই বাংলার দ্বিতীয় ম্যাচ গুজরাতের বিরুদ্ধে।

শামির পাশাপাশি বাংলার হয়ে শুরু থেকেই খেলবেন আকাশ দীপ। রয়েছেন সূরজ সিন্ধু জায়সওয়াল। দলে ফিরেছেন ঈশান পোড়েলও সুতরাং বাংলার পেস বোলিং বিভাগ আবারও রাতের ঘুম কাড়তে চলেছে বিপক্ষের ব্যাটসম্যানদের।

বাংলা দলে সুযোগ পেলেন এক সময়ের ‘ফুড ডেলিভারি বয়’ রাহুল প্রসাদও। প্রথম বার রঞ্জি ট্রফিতে খেলবেন তিনি। সুযোগ দেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ স্তরে দুরন্ত ছন্দে থাকা অলরাউন্ডার বিশাল ভাটিও।

মুকেশ কুমারকে যদিও দলে রাখা হয়নি। কারণ, প্রথম দু’ম্যাচের জন্য এখনও ফিট হতে পারেননি তিনি।

ঘোষিত দল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), অভিষেক পোড়েল (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিংহ, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সূরজ সিন্ধু জায়সওয়াল, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), ঈশান পোড়েল, কাজি জুনেইদ সৈফি, রাহুল প্রসাদ, সুমিত মোহান্তা, বিকাশ সিংহ।

আরও পড়ুন