Devdutt Padikkal in India A

জুরেলের পর শতরান পাড়িক্কলের! ভারতের টেস্ট দলের মিডল অর্ডারে প্রতিযোগিতা আরও বাড়ল

ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে শতরান করলেন দেবদত্ত পাড়িক্কল। ভারতের টেস্ট দলে মিডল অর্ডারের লড়াই আরও কঠিন হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৯
cricket

ভারত ‘এ’ দলের হয়ে শতরানের পথে দেবদত্ত পাড়িক্কল। ছবি: পিটিআই।

সাই সুদর্শন, করুণ নায়ার আগেই ছিলেন। এ বার সেই তালিকায় ঢুকে পড়লেন দেবদত্ত পাড়িক্কল। রয়েছেন সরফরাজ় খান, রজত পাটীদারও। ভারতের টেস্ট দলে মিডল অর্ডারের লড়াই আরও বাড়ল। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক জন ব্যাটার ভাল খেলায় বাড়ছে প্রতিযোগিতা।

Advertisement

২ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু ভারতের। সেখানে মিডল অর্ডারে কারা খেলবেন, তা নিয়ে জল্পনা চলছে। ইংল্যান্ড সফরে সুযোগ পেয়েছিলেন সুদর্শন ও করুণ। তাঁরা খুব একটা নজর কাড়তে পারেননি। ফলে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তাঁদের খেলা পাকা নয়। বাকিদের দেখে নিতে পারে ম্যানেজমেন্ট।

কয়েক দিন আগে দলীপ ট্রফির ফাইনালে শতরান করেছেন পাটীদার। দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। বুচি বাবু প্রতিযোগিতায় শতরান করেছেন সরফরাজ়। ভারত ‘এ’ দলের হয়ে শতরান করেছেন ধ্রুব জুরেল ও পাড়িক্কল। জুরেল করেছেন ১৪০ রান। ভারতের টেস্ট দলে দ্বিতীয় উইকেটরক্ষক তিনি। ইংল্যান্ড সিরিজ়ে শেষ টেস্টে খেললেও বেশি রান করতে পারেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে ঋষভ পন্থ খেলতে না পারলে তাঁকেই যে প্রথম একাদশে দেখা যাবে, তা নিশ্চিত করেছেন জুরেল।

পাড়িক্কলও ভাল খেলেছেন। ধৈর্য নিয়ে ব্যাট করেছেন তিনি। তাড়াহুড়ো করেননি। ২৮১ বলে ১৫০ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। ১৪টি চার ও একটি ছক্কা মেরেছেন। তিনি থাকলে ভারতের মিডল অর্ডারে এক জন বাঁহাতি ব্যাটার পাওয়া যাবে। গত বছর ভারতের মাটিতে ইংল্যান্ড সিরিজ়ে অভিষেক হয়েছিল পাড়িক্কলের। কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি। আরও এক বার দেশের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দলে সুযোগ পেতে পারেন পাড়িক্কল।

বিরাট কোহলি অবসর নেওয়ার পর ভারতের মিডল অর্ডারে একটি জায়গা ফাঁকা হয়েছে। সেই জায়গা ভরাটের দৌড়ে অন্তত পাঁচ ব্যাটার রয়েছেন। ফলে যে সুযোগই তাঁদের সামনে আসছে তা কাজে লাগাতে চাইছেন তাঁরা। সাম্প্রতিক ফর্ম বিচার করলে সেই দৌড়ে এগিয়ে সরফরাজ়, পাটীদার ও পাড়িক্কল।

অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র করেছে ভারত ‘এ’। গোটা ম্যাচে দাপট দেখিয়েছেন ব্যাটারেরা। অস্ট্রেলিয়া ‘এ’ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৩২ রান করে ডিক্লেয়ার দিয়েছে। তাদের হয়ে স্যাম কনস্টাস ও জশ ফিলিপ শতরান করেছেন। জবাবে ভারত ‘এ’ ৭ উইকেটে ৫৩১ রান করে ডিক্লেয়ার দিয়েছে। শতরান করেছেন জুরেল ও পাড়িক্কল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৫৬। দু’দলের বোলারেরাই সমস্যায় পড়েছেন উইকেট তুলতে।

Advertisement
আরও পড়ুন