India Vs New Zealand

ওয়াশিংটনের জায়গায় ভারতীয় দলে নতুন মুখ, ডাক পেলেন আইপিএলে গোয়েন‌্‌কার লখনউয়ের হয়ে খেলা আয়ুষ

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে বল করার সময় পিঠে টান লাগে ওয়াশিংটন সুন্দরের। ৫ ওভার বল করেই উঠে যান সাজঘরে। পরে দলের প্রয়োজনে ব্যাট করতে নামলেও দৌড়তে পারছিলেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৩:৫৯
picture of cricket

আয়ুষ বাদোনি। ছবি: এক্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরে। তিলক বর্মার অসুস্থতার পর চোট পেয়েছেন ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর। রবিবারের ম্যাচে বল করার সময় চোট পেয়ে বাকি সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন। তাঁর পরিবর্ত হিসাবে নতুন এক ক্রিকেটারকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হল।

Advertisement

প্রথম বার ভারতীয় দলে ডাক পেলেন আয়ুষ বাদোনি। দিল্লির ২৬ বছরের ব্যাটিং অলরাউন্ডারকে নেওয়া হয়েছে নিউ জ়িল্যান্ডের জন্য বাকি দু’টি এক দিনের ম্যাচের জন্য। অফ স্পিনার হিসাবেও দক্ষ বাদোনি। ২৭টি লিস্ট ‘এ’ ম্যাচ (ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট) খেলার অভিজ্ঞতা রয়েছে বাদোনির। তাঁর উইকেটের সংখ্যা ১৮। ব্যাট হাতে করেছেন ৬৯৩ রান। একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান রয়েছে তাঁর।

আইপিএলেও সাফল্য রয়েছে দিল্লির ক্রিকেটারের। ২০২২ সাল থেকে খেলছেন সঞ্জীব গোয়েন্‌কার লখনউ সুপার জায়ান্টসের হয়ে। আইপিএলের ৫৬টি ম্যাচে করেছেন ৯৬৩ রান। ৬টি অর্ধশতরান রয়েছে তাঁর। বল হাতে ৪ উইকেট রয়েছে তাঁর।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরুর আগেই ছিটকে যান চোট পেয়ে ছিটকে যান পন্থ। তাঁর জায়গায় অজিত আগরকরেরা দলে নিয়েছেন ধ্রুব জুরেলকে। বাদোনি প্রথম বার ভারতীয় শিবিরে সুযোগ পেলেন ওয়াশিংটনের পরিবর্ত হিসাবে।

Advertisement
আরও পড়ুন