Ashes 2021-22

Ashes 2021-22: ক্রিকেট মাঠে প্রেমের শুরু, গ্যালারিতে পরিণতি, অ্যাশেজে মিলে গেল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ভাইরাল ভিডিয়ো

মাঠের বাইরে যখন দুই দেশ একে অপরের বিরুদ্ধে সম্মুখসমরে ব্যস্ত, তখন গ্যালারিতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার দুই সমর্থকের অদ্ভুত মিলন দেখা গেল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১৫:২৬
গ্যালারিতে প্রেমের প্রস্তাব।

গ্যালারিতে প্রেমের প্রস্তাব। ছবি টুইটার

মাঠের বাইরে যখন দুই দেশ একে অপরের বিরুদ্ধে সম্মুখসমরে ব্যস্ত, তখন গ্যালারিতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার দুই সমর্থকের অদ্ভুত মিলন দেখা গেল। ভরা গ্যালারির মাঝেই অস্ট্রেলীয় বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন এক ইংরেজ সমর্থক। তাতে সম্মতিও জানিয়েছেন অস্ট্রেলিয়ার ওই তরুণী।

শুক্রবার অস্ট্রেলিয়ার এক চ্যানেলের টুইটার অ্যাকাউন্টে এই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে ইংরেজ সমর্থক রব তাঁর অস্ট্রেলীয় বান্ধবী ন্যাটের উদ্দেশে বলছেন, ‘খুব ছোট করে সুন্দর ভাবে তোমাকে একটা কথা বলব। চার বছর হয়ে গিয়েছে। এ বার কি তুমি আমাকে বিয়ে করবে?’

Advertisement

ন্যাট প্রাথমিক ভাবে হকচকিয়ে গেলেও রাজি হতে সময় নেননি। সঙ্গে সঙ্গেই তিনি রবকে জড়িয়ে ধরেন এবং চুম্বন করেন। গোটা গ্যালারি তখন এই যুগলের উদ্দেশে সোৎসাহে চিৎকার করতে থাকে। পরে ওই চ্যানেলকেই ন্যাট বলেছেন, ‘এ রকম কিছু আমি একেবারেই প্রত্যাশা করিনি। রীতিমতো চমকে গিয়েছি।’

কী ভাবে শুরু হয়েছিল দু’জনের প্রেমকাহিনি? রব বলেছেন, ‘চার বছর আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটা ম্যাচ দেখতে গিয়ে ওর সঙ্গে আলাপ হয়েছিল। তারপর থেকেই প্রেম।’

Advertisement
আরও পড়ুন