India vs Australia

সিরি‌জ় শুরুর চার দিন আগে থেকেই কোহলিদের চাপে রাখার চেষ্টা অস্ট্রেলিয়ার! অস্ত্র সেই করমর্দন-বিতর্ক

এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটারেরা। সেই ঘটনা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ভারতের বিরুদ্ধে সিরি‌জ় শুরুর আগে সেই ঘটনাকেই কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। কী করেছেন তাঁরা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৩:৩৯
cricket

ম্যাকগার্কের (ডান দিকে) হাত মেলানোর প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন ম্যাক্সওয়েল। ছবি: সমাজমাধ্যম।

এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটারেরা। সেই ঘটনা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ভারতের বিরুদ্ধে সিরি‌জ় শুরুর আগে সেই ঘটনাকেই কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। বোঝাই গিয়েছে, সিরিজ়‌ শুরুর আগে চাপে রাখার খেলা শুরু হয়ে গিয়েছে অস্ট্রেলীয়দের।

Advertisement

অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী চ্যানেল ‘কায়ো স্পোর্টস’-এর তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে সঞ্চালক বলেছেন, “আমরা জানি ভারত আমাদের দেশে খেলতে আসছে। তবে ওদের একটা দুর্বলতা আমরা আগেই ধরে ফেলেছি।” পাশে থাকা আর এক সঞ্চালক বলে ওঠেন, “আমরা জানি ওরা প্রথাগত অভিবাদন জানানোর (করমর্দন) সমর্থক নয়। তাই বল করার আগেই আমরা ওদের ছুড়ে ফেলে দিতে পারি।”

এর পরেই অস্ট্রেলিয়ার পুরুষ এবং মহিলা দলের ক্রিকেটারেরা অভিবাদন জানানোর নতুন নতুন পদ্ধতি দেখাতে থাকেন। প্রথমে জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক হাত এগিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েলের দিকে। তা সরিয়ে দেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার এক মহিলা ক্রিকেটার নাকে হাত দিয়ে অদ্ভুত ভঙ্গি করেন। আর এক জন হাত দিয়ে অশ্লীল ইঙ্গিতও করেন।

মিচেল মার্শকে দেখা যায় কাপে চিনি গোলানোর কায়দার অভিবাদন জানানোর পদ্ধতি দেখাতে। অ্যালিসা হিলি এবং আলানা কিং একে অপরের হাতের উপর হাত দিয়ে নতুন একটি পদ্ধতি দেখান। জশ হেজ়লউড আঙুল দিয়ে গুলি করার ভঙ্গিতে উৎসব করেন। সব মিলিয়ে, পরিস্থিতি আগেই উত্তপ্ত হয়ে উঠেছে।

এক দিনের সিরিজ়ে‌ আরও তিন ক্রিকেটারকে পাবে না অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন আগেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। নেই উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিসও। তিনি সম্ভবত ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচেও খেলতে পারবেন না। ভারতের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ স্পিনার অ্যাডাম জ়াম্পাও। তাঁর অবশ্য চোটের সমস্যা নেই। পারিবারিক কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে ছুটি নিয়েছেন জ়াম্পা।

অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে এখন শেফিল্ড শিল্ডে ব্যস্ত। ঘরোয়া এই প্রতিযোগিতাকে আসন্ন অ্যাশেজ়ের প্রস্তুতি হিসাবে দেখছে অস্ট্রেলিয়া শিবির। তাই ক্যারেকে ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে খেলানো হচ্ছে না। তাই এক দিনের সিরিজ়ের জন্য অস্ট্রেলিয়া দলে নিয়েছে জশ ফিলিপকে।

Advertisement
আরও পড়ুন