ICC U19 World Cup 2026

ছোটদের বিশ্বকাপে জাপানকে হারাল অস্ট্রেলিয়া, বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউ জ়িল্যান্ড ম্যাচ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জাপানের বিরুদ্ধে সহজ জয় পেল অস্ট্রেলিয়া। অন্য দিকে আবার পয়েন্ট নষ্ট হল বাংলাদেশের। ভারতের কাছে হারের পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২১:১০
picture of cricket

শতরানের পর অস্ট্রেলিয়ার উইল মালাজজ়ুক। ছবি: আইসিসি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সহজ জয় পেল অস্ট্রেলিয়া। জাপানকে ৮ উইকেটে হারাল তারা। প্রথমে ব্যাট করে জাপান করে ৮ উইকেটে ২০১ রান। জবাবে ২৯.১ ওভারে ২ উইকেটে ২০৪ অস্ট্রেলিয়ার। অন্য দিকে বৃষ্টিতে ভেস্তে গেল নিউ জ়িল্যান্ড-বাংলাদেশ ম্যাচ।

Advertisement

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জাপানের অধিনায়ক কাজ়ুমা কাতো স্টাফোর্ড। শুরুতেই ওপেনার নিখিল পলের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জাপান। পরিস্থিতি সামাল দেন অন্য ওপেনার নিহার পারমার এবং তিন নম্বরে নামা হুগো টানি কেলি। নিহার করেন ৩৩ রান। কেলির ব্যাট থেকে এসেছে ৭৯ রানের ইনিংস। তিনিই জাপানের পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন। এ ছাড়া বলার মতো রান চার্লি হারা হিনজ়ের ২৪ এবং মন্টগোমেরি হারা হিনজ়ের ২৯। অস্ট্রেলিয়ার সফলতম বোলার নাদেন কোরে ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন। ৩২ রানে ২ উইকেট উইল বাইরমের।

জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনারই দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। ১০২ রানের ইনিংস খেলেন উইল মালাজজ়ুক। অন্য ওপেনার নীতেশ স্যামুয়েল করেন অপরাজিত ৬০। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে ছিলেন টম হোগান (অপরাজিত ১৯)। জাপানের সফলতম বোলার নিহার ৩৫ রানে ১ উইকট নিয়েছেন।

নিউ জ়িল্যান্ড-বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির জন্য। টস জিতে মেঘলা আবহাওয়ায় ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম। ব্যাট করতে নেমে ১০ ওভারে ১ উইকেটে ৫১ রান করে নিউ জ়িল্যান্ড। তার পর বৃষ্টি এবং ভিজে মাঠের জন্য আর খেলা সম্ভব হয়নি। নিউ জ়িল্যান্ডের আরিয়ান মান ২০ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ১২ রানে ১ উইকেট নেন।

Advertisement
আরও পড়ুন