আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।
আইপিএল নিলামে ব্যাটারদের তালিকায় ছিল তাঁর নাম। দেখে অনেকেই অবাক হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল তাঁর বোলিং করার দক্ষতা নিয়ে। তবে নিলামের দু’দিন আগে আশ্বস্ত করলেন ক্যামেরন গ্রিন। জানিয়ে দিলেন, তিনি বল করার জন্য প্রস্তুত। তালিকায় ভুলের জন্য দোষ দিলেন ম্যানেজারকে।
অতীতে মুম্বই ইন্ডিয়ান্স (২০২৩) এবং বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন গ্রিন। পিঠে অস্ত্রোপচারের জন্য গত আইপিএলে খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটার হিসাবেই প্রত্যাবর্তন হয়েছিল। তার পর বল করার অনুমতি পেয়েছেন। অ্যাশেজ়ে অলরাউন্ডার হিসাবেই খেলছেন।
রবিবার সকালে অ্যাডিলেডে অনুশীলনের পর গ্রিন বলেন, “আমি বল করার জন্য তৈরি। জানি না আমার কথা ম্যানেজারের কানে যাবে কি না। কিন্তু ওর ভুলের কারণে এটা হয়েছে। ও আমাকে ব্যাটার হিসাবে উল্লেখ করতে চায়নি। কোনও ভাবে ভুল জায়গায় টিক দিয়ে ফেলেছে। তার পর যা ঘটেছে সেটা দেখে বেশ মজা পেয়েছি।”
নিলামে গ্রিনের প্রচুর দাম উঠতে পারে বলে মনে করা হচ্ছে। অনেকের ধারণা, পন্থের ২৭ কোটি দামের রেকর্ড ভেঙে দিতে পারেন তিনি। কলকাতা নাইট রাইডার্স তাঁকে কিনতে আগ্রহী। গ্রিনের ন্যুনতম মূল্য ২ কোটি টাকা। অসি ক্রিকেটার জানিয়েছেন, তিনি নিলাম দেখতে পারেন। তাঁর কথায়, “বন্ধুদের সঙ্গে বসে নিলাম দেখতে পারি। বেশ মজা লাগে দেখতে। কোথায় যাব জানি না। ব্যাপারটা লটারির মতো।”
২০২৩-এ মুম্বইয়ের হয়ে ৪৫২ রান করেছিলেন গ্রিন। তার মধ্যে ৪৭ বলে ১০০ রানের একটি ইনিংসও ছিল। পরের বছর তাঁকে বেঙ্গালুরুতে বিক্রি করে দেওয়া হয়। পরের দিকে ফর্ম পড়ে যায়। ২৫৫ রানের পাশাপাশি ১০টি উইকেটও নিয়েছিলেন।