ICC T20 World Cup 2026

বিশ্বকাপ খেলতে চাই! শান্ত কি বিদ্রোহী, বাংলাদেশের টেস্ট অধিনায়কের মন্তব্যে জল্পনা

ভারতে বিশ্বকাপের ম্যাচ কিছুতেই খেলবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিলেও সে দেশের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপ খেলতে চান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৪:০৬
Bangladesh Test captain Najmul Hossain Shanto says they want to play World Cup

নাজমুল হোসেন শান্ত। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা এখনও নিশ্চিত নয়। খেললেও তাদের ম্যাচ কোথায় হবে, তা জানা যায়নি। ভারতে বিশ্বকাপের ম্যাচ কিছুতেই খেলবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিলেও সে দেশের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপ খেলতে চান।

Advertisement

বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক শান্ত বলেন, ‘‘অভ্যন্তরীণ ভাবে ঠিক কী ঘটছে তা আমি সত্যিই জানি না। ফলে এই নিয়ে আমার পক্ষে মন্তব্য করা কঠিন। কিন্তু খেলোয়াড় হিসেবে আমরা অবশ্যই খেলতে চাই।”

তিনি আরও যোগ করেন, “এখানে অনেক বিষয় জড়িত এবং ব্যক্তিগত ভাবে আমি সব কিছু বিস্তারিত জানিও না। তবে আমার বিশ্বাস, যদি এই বিষয়গুলো সঠিক ভাবে সমাধান করা হয় এবং আমরা বিশ্বকাপে খেলার সুযোগ পাই, সেটা ক্রিকেটারদের জন্য খুব ভাল হবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসি এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশ বোর্ড তাদের অবস্থানে অনড় থেকে দাবি করছে, তারা ভারতের মাটিতে খেলবে না। বিকল্প কেন্দ্র হিসাবে তারা শ্রীলঙ্কার কথা বলেছে। গ্রুপ পরিবর্তনের অনুরোধও জানিয়েছে বাংলাদেশ, যাতে তারা শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলতে পারে।

এই অবস্থায় বাংলাদেশের ব্যাটার শান্তর ‘বিশ্বকাপ খেলতে চাই’ মন্তব্য তাৎপর্যপূর্ণ। কেউ বলছেন, আইসিসির উপর চাপ তৈরি করতেই শান্ত এই মন্তব্য করেছেন। কেউ বলছেন, শান্তকে দিয়ে এই কথা বলিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আবার কেউ কেউ বলছেন, নিজের দেশের বোর্ডের বিরুদ্ধেই গেলেন শান্ত। দাবি মানা না হলে বিশ্বকাপ খেলবে না বলে বোর্ড যেখানে জানিয়ে দিয়েছে, সেখানে বিশ্বকাপ খেলার কথা বলে বোর্ড-বিরোধী নীতি নিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন