Prithvi Shaw

কেন মুম্বই ছাড়তে চাইছেন? জানিয়ে দিলেন ‘অবাধ্য’ ক্রিকেটার পৃথ্বী

ফর্মে না থাকা, ফিটনেস সমস্যা, শৃঙ্খলা মেনে না চলা— এমন নানা কারণে মুম্বই দল থেকে বার বার বাদ পড়ছিলেন পৃথ্বী। তাঁকে বুঝিয়েও লাভ হয়নি। ‘অবাধ্য’ পৃথ্বীকে নিয়ে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছিল মুম্বইয়ের সাজঘরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২০:৩০
picture of Prithvi Shaw

পৃথ্বী শ। —ফাইল চিত্র।

মুম্বই ছাড়তে চান পৃথ্বী শ। অনাপত্তিপত্র চেয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছে আবেদন করেছেন তরুণ ব্যাটার। কেন অন্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে চাইছেন তিনি? এমসিএকে লেখা চিঠিতেই কারণ স্পষ্ট করে দিয়েছেন ‘অবাধ্য’ ক্রিকেটার।

Advertisement

ফর্মে না থাকা, ফিটনেস সমস্যা, শৃঙ্খলা মেনে না চলা— এমন নানা কারণে মুম্বই দল থেকে বার বার বাদ পড়ছিলেন পৃথ্বী। তাঁকে বুঝিয়েও লাভ হয়নি। ‘অবাধ্য’ পৃথ্বীকে নিয়ে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছিল মুম্বইয়ের সাজঘরে। কোচিং স্টাফেরা এমসিএ কর্তাদের কাছে একাধিক বার অভিযোগও জানিয়েছিলেন। সব মিলিয়ে মুম্বইয়ে অনিশ্চিত হয়ে পড়েছিল পৃথ্বীর ক্রিকেট ভবিষ্যত। এর মধ্যেই অন্য একটি রাজ্য ক্রিকেট সংস্থা পৃথ্বীকে তাদের হয়ে খেলার প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব কাজে লাগাতেই মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পৃথ্বী।

এমসিএকে দেওয়া চিঠিতে ২৫ বছরের ক্রিকেটার লিখেছেন, ‘‘মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি সংস্থার প্রতিনিধিত্ব করার মূল্যবান সুযোগ পেয়েছি। সে সময় প্রচুর সমর্থন পেয়েছি। এমসিএর ক্রিকেট পরিকল্পনার অংশ হতে পারে অত্যন্ত সম্মান এবং সৌভাগ্যের। মুম্বইয়ের হয়ে খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ।’’

পৃথ্বী আরও লিখেছেন, ‘‘ক্রিকেট কেরিয়ারের একটি সন্ধিক্ষণে রয়েছি আমি। এই সময়ে অন্য একটি রাজ্য সংস্থার হয়ে পেশাদার ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছি। এই সুযোগটা খুবই আশাব্যঞ্জক। আমার বিশ্বাস, ক্রিকেটার হিসাবে আমার উন্নতিতে এই সুযোগটা ইতিবাচক অবদান রাখবে। এ জন্যই আমাকে অনাপত্তিপত্র দেওয়া আবেদন জানাচ্ছি। যাতে আসন্ন ঘরোয়া মরসুমে ওই রাজ্য সংস্থার প্রতিনিধিত্ব করতে পারি।’’

এমসিএকে দেওয়া চিঠিতেই পৃথ্বী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার জন্যই অন্য দলের হয়ে খেলতে চান। উল্লেখ্য, ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৫৫৬ রান রয়েছে পৃথ্বীর ঝুলিতে।

Advertisement
আরও পড়ুন