Mumbai Cricket

আইপিএলের মাঝে মুম্বই টি-টোয়েন্টি লিগে গড়াপেটার অভিযোগ, প্রাক্তন মালিককে নির্বাসিত করল বোর্ড

শুধু মুম্বই টি-টোয়েন্টি লিগে নয়, কানাডা টি-টোয়েন্টি লিগের সঙ্গেও যুক্ত ছিলেন ভামরা। সেই লিগ যদিও বন্ধ হয়ে গিয়েছে। দুই ক্রিকেটার ধবল কুলকর্নি এবং ভাবিন ঠাক্করকে ম্যাচ গড়াপেটা করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১০:৩০
Representative image of cricket

—প্রতীকী চিত্র।

মুম্বই টি-টোয়েন্টি লিগে একটি দলের অন্যতম মালিক ছিলেন গুরমিত সিংহ ভামরা। গড়াপেটার অভিযোগে তাঁকে নির্বাসিত করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যায়পাল অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র। শুধু মুম্বই টি-টোয়েন্টি লিগে নয়, কানাডা টি-টোয়েন্টি লিগের সঙ্গেও যুক্ত ছিলেন ভামরা। সেই লিগ যদিও বন্ধ হয়ে গিয়েছে। দুই ক্রিকেটার ধবল কুলকর্নি এবং ভাবিন ঠাক্করকে ম্যাচ গড়াপেটা করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

ভারতীয় দলের হয়ে ১২টি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি খেলা কুলকর্নি খেলতেন মুম্বই টি-টোয়েন্টি লিগেও। যদিও সেই লিগের সঙ্গে এখন আর জড়িত ছিলেন না ভামরা। ২০১৯ সালের পর করোনা অতিমারির জন্য বন্ধ হয়ে গিয়েছিল এই লিগ। এই বছরই সেই লিগ আবার শুরু করা হয়েছে। সোবো সুপারসোনিক্স নামক একটি দলের অন্যতম মালিক ছিলেন ভামরা।

ভামরাকে কত দিনের জন্য নির্বাসিত করা হয়েছে, সেটা বলা হয়নি। মনে করা হচ্ছে অন্তত পাঁচ বছর বা পুরো জীবনের জন্য নির্বাসিত করা হয়েছে তাঁকে। ভামরার কথায় সনু ভাসান নামে এক ব্যক্তি ভাবিনের কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। ভাবিনকে টাকা এবং অন্যান্য জিনিসের লোভ দেখানো হয়েছিল। তিনি যদিও সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। কুলকর্নিকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তাঁর সঙ্গে ঠিক কী কথা হয়েছিল, তা জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন