Salman Agha in trouble

ভারতের প্যাঁচে সমস্যায় পাকিস্তান অধিনায়ক! সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের

বোর্ডের একটি সূত্র জানিয়েছে যে, পাক অধিনায়কের মন্তব্য শুধু বিতর্কিতই নয়, রাজনৈতিকও। ভারতীয় বোর্ড মনে করছে, সলমনের মন্তব্যটি স্পর্শকাতর বিষয় নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১২:৪০
Pakistan captain Salman Agha

পাকিস্তান অধিনায়ক সলমন আঘা। —ফাইল চিত্র

সমস্যায় পড়তে পারেন পাকিস্তান অধিনায়ক সলমন আঘা। তাঁর বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ ফাইনালের পর সাংবাদিক সম্মেলনে সলমন যে মন্তব্য করেছিলেন, তার জন্যই এই সিদ্ধান্ত।

Advertisement

রবিবার ম্যাচের পর পাক অধিনায়ক বলেছিলেন, ‘‘আমাদের গোটা দল ম্যাচ ফি-র পুরোটাই আমাদের সাধারণ মানুষ এবং শিশুদের জন্য দান করছি, যাঁরা ভারতের আক্রমণে (অপারেশন সিঁদুর) ক্ষতিগ্রস্ত হয়েছেন।’’

জাগরণ ডট কমের এক প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের একটি সূত্র জানিয়েছে যে, পাক অধিনায়কের মন্তব্য শুধু বিতর্কিতই নয়, রাজনৈতিকও। ভারতীয় বোর্ড মনে করছে, সলমনের মন্তব্যটি স্পর্শকাতর বিষয় নিয়ে। এটি আচরণবিধিও লঙ্ঘন করে। শুধু তা-ই নয়, যেহেতু ভারতের নাম করে তিনি মন্তব্য করেছেন, বিষয়টি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে পারে।

প্রথমে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, এশিয়া কাপ থেকে তিনি যে ম্যাচ পারিশ্রমিক পেয়েছেন, তার পুরোটাই তিনি ভারতীয় সেনাবাহিনী এবং পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের জন্য দান করছেন। এর পরেই সলমন ওই মন্তব্য করেছিলেন।

শুধু তা-ই নয়, সাংবাদিক সম্মেলনে সলমন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির ট্রফি কেড়ে নেওয়ার ঘটনাকেও সমর্থন করেছিলেন। বলেছিলেন, ‘‘এসিসি সভাপতির কাছ থেকে ট্রফি না নিলে কার কাছ থেকে নেবে?’’

Advertisement
আরও পড়ুন