India vs England 2025

পন্থের আঙুলের চোট নিয়ে উদ্বেগ রেখেই দিল ভারতীয় বোর্ড, কী জানাল বিসিসিআই?

আঙুলের চোটের জন্য ঋষভ পন্থ ব্যাট করতে না পারলে শুভমন গিলদের খেলতে হবে ১০ জন ব্যাটার নিয়ে। তাঁর পরিবর্ত হিসাবে নামা উইকেটরক্ষক ধ্রুব জুরেল ব্যাট করতে পারবেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১১:০৬
picture of Rishabh Pant

ঋষভ পন্থ। ছবি: পিটিআই।

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের প্রথম দিন আঙুলে চোট পেয়েছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের ইনিংসের ৩৪তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। কেমন আছেন পন্থ? তিনি কি লর্ডস টেস্টে খেলতে পারবেন? ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, দলের চিকিৎসকেরা পন্থকে দেখছেন।

Advertisement

সমাজমাধ্যমে বিসিসিআই জানিয়েছে, ‘‘সহ-অধিনায়ক পন্থের বাঁ হাতের তর্জনীতে চোট লেগেছে। তাঁর চিকিৎসা চলছে। ভারতীয় দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন পন্থ। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেল উইকেট রক্ষা করছেন।’’ পন্থের চোট কতটা গুরুতর বা লর্ডস টেস্টে তিনি আর খেলতে পারবেন কি না সে সম্পর্কে কিছু জানায়নি বিসিসিআই। স্বাভাবিক ভাবেই পন্থকে নিয়ে উদ্বেগ কমেনি ক্রিকেটপ্রেমীদের।

জসপ্রীত বুমরাহের ইনসুইং বল লেগ স্টাম্পের কিছুটা বাইরে পড়ে। পন্থ বাঁ দিকে ঝাঁপিয়ে বল ধরার চেষ্টা করেন। বল ঠিকমতো আটকাতে পারেননি পন্থ। বল বাঁ হাতের তর্জনী ছুঁয়ে চলে যায়। তাতেই চোট পান পন্থ। তাঁর মুখে সঙ্গে সঙ্গে ফুটে ওঠে যন্ত্রণার ছাপ। তাঁর প্রাথমিক শুশ্রূষার জন্য কয়েক মিনিট খেলা বন্ধ রাখেন আম্পায়ারেরা। তার পর উইকেটের পিছনে গিয়ে দাঁড়ালেও গ্লাভস পরতে সমস্যা হচ্ছিল পন্থের। বুমরাহের ওই ওভার শেষ হওয়ার পর মাঠ ছাড়তে বাধ্য হন পন্থ। তাঁর পরিবর্তে নামেন জুরেল। বৃহস্পতিবার বাকি সময় আর মাঠে নামতে পারেননি পন্থ।

ভারতীয় দলের পক্ষ থেকে পন্থের চোট নিয়ে কিছু জানানো হয়নি। বিসিসিআইও চোটের ধরন সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানায়নি। তাই পন্থের চোট নিয়ে উদ্বেগ রয়েছেই। আঙুলের চোটের জন্য তিনি ব্যাট করতে না পারলে শুভমন গিলদের লড়াই করতে হবে ১০ জন ব্যাটার নিয়ে। কারণ, পরিবর্ত হিসাবে নামা জুরেল ব্যাট করতে পারবেন না ক্রিকেটের নিয়ম অনুযায়ী।

Advertisement
আরও পড়ুন