India Vs Bangladesh Series

ভারতীয় দলের বাংলাদেশ সফর এই বছর হচ্ছে না! কবে হতে পারে সিরিজ়, জানাল বোর্ড

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সিরিজ় পিছিয়েই গেল। আপাতত আগামী বছর সেপ্টেম্বর মাসের আগে এই সিরিজ় হবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৯:০২
cricket

ভারতের লোকেশ রাহুল (একেবারে বাঁ দিকে) ও শুভমন গিলের (একেবারে ডান দিকে) সঙ্গে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। ছবি: সমাজমাধ্যম।

জল্পনা সত্যি হল। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সিরিজ় পিছিয়েই গেল। আপাতত আগামী বছর সেপ্টেম্বর মাসের আগে এই সিরিজ় হবে না। চলতি বছর ১৭ অগস্ট থেকে সিরিজ় শুরু হওয়ার কথা ছিল। অর্থাৎ, এক বছর দু’মাস পিছিয়ে গেল সিরিজ়।

Advertisement

ভারতীয় দলকে এখন বাংলাদেশে যেতে নিষেধ করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিষেধের পর যে সিরিজ় এখন হবে না, তা নিশ্চিত ছিল। কিন্তু সিরিজ় বাতিল হবে, না আপাতত স্থগিত হবে সে দিকে নজর ছিল সকলের। সিরিজ় বাতিল হচ্ছে না। আপাতত স্থগিত রাখা হয়েছে। ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, “দুই দলের আগামী সিরিজ়গুলোর কথা মাথায় রেখে দুই বোর্ডের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে এই সিরিজ় আয়োজন করতে চায় তারা। তার আগে সিরিজ়ের নতুন সূচি ঘোষণা করে দেওয়া হবে।”

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। তাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও ভাল নয়। ১৭ মে ভারত সরকার বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। জানানো হয়েছে, রেডিমেড পোশাক বাংলাদেশ থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলো দিয়ে ভারতে প্রবেশ করবে না। এপ্রিল মাসে বাংলাদেশও এই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল। তার পাল্টা দিয়েছে ভারত।

হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ভাল নয়। অশান্ত অবস্থায় সে দেশে নিজেদের ক্রিকেট দলকে পাঠাতে চাইছে না ভারত। কেন্দ্র থেকে সেই নির্দেশই দেওয়া হয়েছে। আগামী বছর সেপ্টেম্বর মাসের আগে পরিস্থিতির উন্নতি হতে পারে। সেই কারণেই আপাতত সিরিজ় পিছিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন