BCCI to Impeach Mohsin Naqvi

অবশেষে বিসিসিআইয়ের কাছে দুঃখপ্রকাশ নকভির? তবু নাছোড় ভারতীয় বোর্ডের ইমপিচমেন্টের হুমকি পাক কর্তাকে

৭২ ঘণ্টা হয়ে গেলেও এখনও ভারতকে এশিয়া কাপের ট্রফি ফেরত দেননি মহসিন নকভি। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড ইমপিচমেন্টের হুমকি দিয়েছে নকভিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৫:৫১
cricket

মহসিন নকভি। —ফাইল চিত্র।

অবশেষে নাকি দুঃখপ্রকাশ করেছেন মহসিন নকভি। তাঁর মতে, এশিয়া কাপ ফাইনালের পরের কয়েক ঘণ্টায় যে নাটক হয়েছে তা অনভিপ্রেত ছিল। সংবাদমাধ্যমের খবর, দুঃখপ্রকাশ করেই কাজ সেরেছেন তিনি। ৭২ ঘণ্টা হয়ে গেলেও এখনও ভারতকে এশিয়া কাপের ট্রফি ফেরত দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। এ বার কড়া পদক্ষেপ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশীয় ক্রিকেট কাউন্সিলের পদ হারাতে পারেন নকভি।

Advertisement

‘নিউজ় ১৮’-এর এক রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকের সময় নকভি জানিয়েছেন, যা হয়েছে তা অনভিপ্রেত। এশীয় ক্রিকেটের প্রধান হিসাবে তিনি বিষয়টি ভাল ভাবে সামলাতে পারতেন। তাই দুঃখপ্রকাশ করেছেন তিনি। দুঃখপ্রকাশ করলেও পাশাপাশি তিনি জানিয়েছেন, ট্রফি ভারতকে পাঠাবেন না।

এই পরিস্থিতিতে নকভির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ করতে চলেছে ভারতীয় বোর্ড। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান ও এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার পাশাপাশি নকভির আরও একটি পরিচয় রয়েছে। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে তাঁর একটি রাজনৈতিক পরিচয়ও আছে। সেই পরিচয় সামনে এনে আইসিসি-র কাছে অভিযোগ জানাতে চলেছে ভারতীয় বোর্ড।

এশিয়া কাপ জেতার পর ভারতীয় দল নকভির হাত থেকে ট্রফি নিতে চাননি। তার পরেই ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিজের হোটেলের ঘরে নিয়ে চলে যান নকভি। এই ঘটনায় এশীয় ক্রিকেট কাউন্সিলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের অভিযোগ, এশীয় কাউন্সিলের প্রধান নন, এশিয়া কাপে নকভি পাকিস্তানের মন্ত্রীর মতো ব্যবহার করেছেন। যে দল যোগ্য দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে তাদের ট্রফি দেওয়া হচ্ছে না। এতে বিশ্বের সামনে এশীয় ক্রিকেটের সম্মানহানি হচ্ছে। তাই নকভিকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাতে চলেছে ভারত। এই বিষয়ে অপর কয়েকটি দেশের বোর্ডকে পাশে পেতে পারে ভারত।

জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠকে প্রথমে এই ট্রফি-বিতর্ককে আলোচনার বিষয়ের মধ্যে রাখাই হয়নি। কিন্তু ভারতের দুই প্রতিনিধি রাজীব শুক্ল ও আশিস শেলার বৈঠকের শেষ দিকে মুখ খোলেন। তাঁরা প্রতিবাদ করেন। দাবি জানান, যত দ্রুত সম্ভব এশিয়া কাপ ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল ফেরত দিতে হবে।

ভারতীয় বোর্ডের প্রতিবাদের পর নকভি জানান, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে গিয়ে তাঁর কাছ থেকে ট্রফি নিতে হবে। তাতেও আপত্তি করেছে বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সূর্য তাঁর কাছ থেকে ট্রফি নেবেন না। ভারতীয় বোর্ডের প্রতিনিধিদের চাপে পড়ে নকভি জানান, অন্য বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও সেই প্রস্তাবই দেন।

রিপোর্টে বলা হয়েছে, শীঘ্রই ভারতীয় বোর্ড ও নকভির মধ্যে বৈঠক হবে। সেখানে অন্য একটি দেশের বোর্ডের প্রতিনিধি মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকবেন। সেই বৈঠকেই ট্রফি-সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। ভারতীয় বোর্ড আশাবাদী, দ্রুত তাদের কাছে ট্রফি ফেরত দেবেন নকভি।

Advertisement
আরও পড়ুন