India Vs Pakistan in Asia Cup 2025

পাকিস্তানকে আবার হুঁশিয়ারি ভারতীয় বোর্ডের! এশিয়া কাপ ট্রফি ভারতে না পাঠালে কড়া পদক্ষেপ

এশিয়া কাপ জিতলেও ট্রফি এখনও হাতে পায়নি ভারত। সেই ট্রফি রাখা আছে দুবাইয়ে আইসিসি-র দফতরে। ভারতের দাবি সেই ট্রফি বিসিসিআইয়ের দফতরে পাঠিয়ে দিতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৪:৪৬
cricket

এশিয়া কাপ ট্রফির সঙ্গে পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। —ফাইল চিত্র।

এশিয়া কাপ শেষ হওয়ার প্রায় এক মাস পরেও বিতর্ক থামছে না। পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপ জিতলেও ট্রফি এখনও হাতে পায়নি তারা। সেই ট্রফি রাখা আছে দুবাইয়ে আইসিসি-র দফতরে। ভারতের দাবি সেই ট্রফি বিসিসিআইয়ের দফতরে পাঠিয়ে দিতে হবে।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নকভি এশীয় ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। তিনি জয়ী দলকে এশিয়া কাপের ট্রফি তুলে দেবেন বলেছিলেন। কিন্তু ভারত তাঁর হাত থেকে ট্রফি নেবে না বলে জানিয়ে দেয়। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

‘ইন্ডিয়া টুডে’-কে ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, নকভিকে তাঁরা চিঠি লিখেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, মুম্বইয়ে বোর্ডের দফতরে ট্রফি পাঠিয়ে দিতে হবে। শইকীয়া জানিয়েছেন, তাঁরা ধাপে ধাপে এগোতে চাইছেন। প্রথমে নকভিকে জানানো হয়েছে। তিনি যদি জবাব না দেন, তা হলে আইসিসি-কে জানাবে বিসিসিআই। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে হস্তক্ষেপ করার অনুরোধ করবে বিসিসিআই।

গোটা এশিয়া কাপ জুড়েই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্ক হয়েছে। প্রথম ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা। প্রতিযোগিতার তিনটি ম্যাচেই এই ঘটনা দেখা গিয়েছে। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতকে ব্যঙ্গ করেছেন পাক ক্রিকেটারেরা। পাল্টা দিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরাও। সেই বিতর্ক এখনও থামেনি। কারণ, ট্রফি এখনও ভারত পায়নি। এখন দেখার বিসিসিআইয়ের চিঠির পর নকভি কী জবাব দেন।

Advertisement
আরও পড়ুন