Bizzare Incident in Cricket

৯৮ রানে বোল্ড, তবু কেন আউট হলেন না ব্যাটার! অদ্ভুত ঘটনা ভারতীয় ক্রিকেটে

৯৮ রানের মাথায় বল গিয়ে লাগে স্টাম্পে। নড়ে যায় অফ স্টাম্প। তবু আউট হলেন না ব্যাটার। কেন? অদ্ভুত ঘটনা ঘটলা ভারতীয় ক্রিকেটে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৬:১২
cricket

ভারতীয় ক্রিকেটে অদ্ভুত ঘটনা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ক্রিকেটকে বলা হয় মহান অনিশ্চয়তার খেলা। শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। অনেক সময় ভাগ্যও সঙ্গ দেয় ক্রিকেটারের। ভাগ্য একজন ব্যাটারের সঙ্গ কতটা দিতে পারে তা দেখা গিয়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটে। সেখানে ৯৮ রানের মাথায় বোল্ড হওয়ার পরেও আউট হননি ব্যাটার। কোন নিয়মে বেঁচে গিয়েছেন তিনি?

Advertisement

ঘটনাটা ঘটেছে গত বছর ১৫ ডিসেম্বর। কিন্তু নতুন করে তা আবার ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। গুজরাতে বিগ ক্রিকেট লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউপি ব্রিজ স্টার্স ও এমপি টাইগার্স। এমপি-র বিরুদ্ধে ব্যাট করছিলেন ইউপি-র চিরাগ গান্ধী। ৯৮ রানের মাথায় ব্যাট করছিলেন তিনি। এমপি-র বাঁহাতি স্পিনার পবন নেগির একটা বলে কাট মারার চেষ্টা করেন চিরাগ। বল ব্যাটের কানায় লেগে অফ স্টাম্পে গিয়ে লাগে। বলের আঘাতে অফ স্টাম্প নড়ে মিডল স্টাম্পের কাছে চলে যায়। বোলার-সহ দলের বাকিরা উল্লাস শুরুও করেন।

তখনই দেখা যায়, চিরাগ উইকেটের দিকে আঙুল দেখিয়ে আম্পায়ারকে কিছু একটা বলছেন। বেল নড়লেও স্টাম্প থেকে পড়েনি। স্টাম্পের উপরে আটকে থাকে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, অন্তত একটা বেল স্টাম্প থেকে নীচে পড়ে না গেলে ব্যাটারকে আউট দেওয়া যায় না। তাই চিরাগকেও আউট দেননি আম্পায়ার। চিরাগ নিজের ভাগ্য বিশ্বাস করতে পারছিলেন না। অবাক হয়ে উপরের দিকে তাকান তিনি। সম্ভবত ঈশ্বরকে ধন্যবাদ দেন। এই ঘটনা দেখে হাসি চাপতে পারেননি আম্পায়ারেরাও।

ভাগ্য সঙ্গ দিলেও দলকে জেতাতে পারেননি চিরাগ। প্রথমে ব্যাট করে ২৩৯ রান করে ইউসুফ পাঠানের নেতৃত্বাধীন এমপি। সাকেত শর্মা ৫২ বলে ১০১ এবং পবন ৮৭ রান করেন। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ইউপি। ৫৮ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন চিরাগ।

Advertisement
আরও পড়ুন