Ravi Shastri's Mistake

শাস্ত্রীয় ভুল! দু’মাস দূরে থাকা টি২০ বিশ্বকাপকে ছ’মাস দূরে বলে শোরগোল ফেলে দিলেন রবি

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর দু’মাসও বাকি নেই। কিন্তু রবি শাস্ত্রী বলে ফেললেন, এখনও ছ’মাস দূরে বিশ্বকাপ। শাস্ত্রীর এই কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৩
cricket

রবি শাস্ত্রী। ছবি: পিটিআই।

কথা বলতে গিয়ে গোলমাল করে ফেললেন রবি শাস্ত্রী। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর দু’মাসও বাকি নেই। কিন্তু শাস্ত্রী বলে ফেললেন, এখনও ছ’মাস দূরে বিশ্বকাপ। শাস্ত্রীর এই কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে কটকে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে টসের সময়। শাস্ত্রী সঞ্চালকের ভূমিকায় ছিলেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম টস জেতার পর শাস্ত্রী তাঁকে জিজ্ঞাসা করেন, “ছ’মাস পরেই বিশ্বকাপ। তার আগে এই সিরিজ় নিয়ে কী ভাবছ?” জবাবে মার্করাম বলেন, “হ্যাঁ, দু’মাস পরেই বিশ্বকাপ খেলতে নেমে পড়তে হবে। তার আগে এই সিরিজ় খুব গুরুত্বপূর্ণ।”

মার্করাম শাস্ত্রীর ভুল ধরিয়ে দিলেও তিনি শিক্ষা নেননি। পরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকেও একই কথা বলেন তিনি। শাস্ত্রী বলেন, “ছ’মাস পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। তোমরা বিশ্বকাপ খেলতে নামবে। সেটাও ধরের মাটিতে। তার আগে এই সিরিজ় নিশ্চয় প্রস্তুতির মঞ্চ।” সূর্য তার জবাব দিলেও শাস্ত্রীর ভুল ধরিয়ে দেননি।

শাস্ত্রীর এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। কেউ বলছেন, মার্করাম ভুল ধরিয়ে দেওয়ার পরেও একই ভুল করেছেন শাস্ত্রী। তাঁর মন কোন দিকে ছিল? আবার কেউ মজা করে বলেছেন, শাস্ত্রী হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, ফুটবল বিশ্বকাপের কথা বলতে চেয়েছেন। ফুটবল বিশ্বকাপ ছ’মাস পর হবে।

কটকে প্রথম টি-টোয়েন্টি হাসতে হাসতে জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে হারিয়েছে তারা। বৃহস্পতিবার চণ্ডীগড়ে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে মোট ১০টি টি-টোয়েন্টি খেলবে ভারত। এই ১০টি ম্যাচের মধ্যে নিজেদের প্রথম একাদশ থেকে শুরু করে পরিকল্পনা, সব সেরে ফেলতে চাইছেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবেরা।

Advertisement
আরও পড়ুন