niaz khan

আবার বিতর্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগে! পরিচয় লুকনোর অভিযোগে তদন্ত শুরু নোয়াখালির সহকারী কোচের বিরুদ্ধে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিতর্ক থামছেই না। এ বার সন্দেহের আওতায় নোয়াখালি এক্সপ্রেস দলের সহকারী কোচ নিয়াজ় খান। তিনি একাধিক ক্ষেত্রে পরিচয় গোপন করেছেন এবং ভুল তথ্য দিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ২৩:০২
cricket

নিয়াজ় খান। ছবি: সমাজমাধ্যম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিতর্ক থামছেই না। রোজই কোনও না কোনও নতুন ঘটনা উঠে আসছে। এ বার সন্দেহের আওতায় নোয়াখালি এক্সপ্রেস দলের সহকারী কোচ নিয়াজ় খান। তিনি একাধিক ক্ষেত্রে পরিচয় গোপন করেছেন এবং ভুল তথ্য দিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি সান’ একটি প্রতিবেদনে প্রশ্ন তুলেছে নিয়াজ়ের ভূমিকা নিয়ে। নিয়াজ় নাকি জানিয়েছেন, তিনি এশিয়া কাপে আফগানিস্তান দলের সঙ্গে কাজ করেছেন। আফগানিস্তানে গিয়ে সেখানকার স্থানীয় প্রতিভা তুলে আনার কাজ করেছেন। যদিও আফগানিস্তান বোর্ডের কর্তারা সেই দাবি খারিজ করেছেন। এর পরেই নিয়াজ়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন অ্যালেক্স মার্শালের নেতৃত্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট।

‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটে বাংলাদেশ বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “ঘটনার ব্যাপারে বিসিবি-র ইন্টিগ্রিটি ইউনিট জানে। তা নিয়ে তদন্ত হচ্ছে। তবে এটা গোপন বিষয় বলে বেশি মন্তব্য করা যাবে না।”

বিসিবি-র ইন্টিগ্রিটি ইউনিটের আইনজীবী মহীন এম রহমান বলেন, “দলের প্রধানের (মার্শাল) থেকে জেনেছি যে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।” গত মরসুমে নিয়াজ় যে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে কাজ করেছেন সে বিষয়টিও জানেন বলে দাবি করেছেন মহীন। বলেছেন, “আমি সে ব্যাপারে জানি। আরও কিছু যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে।”

সিলেট স্টেডিয়ামের বাইরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। দুটো বিষয়ের উপরে জোর দিয়েছি। ক্রিকেটারদের বেতন দিতেই হবে এবং প্রতিযোগিতার বিশুদ্ধতা বজায় রাখতে হবে। আমরা এ বিষয়ে কঠোর নীতি নিয়েছি। এই কারণেই অতীতে দলগুলো নাম তুলে নিয়েছে। আমাদের কাছে ব্যাপারটা বেশ যন্ত্রণার।”

Advertisement
আরও পড়ুন