Rishabh Pant

পা অচল, হাত সচল! ভাঙা পা নিয়ে রান্না করছেন ঋষভ পন্থ

চোটের জন্য ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রয়েছেন ঋষভ পন্থ। অনুশীলন শুরু করার মতো জায়গায় এখনও নেই তিনি। এই সুযোগে রান্নায় মন দিয়েছেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ২২:০০
picture of Rishabh Pant

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। ডান পায়ের পাতার চোটের জন্য খেলতে পারেননি গুরুত্বপূর্ণ ওভাল টেস্ট। এশিয়া কাপেও অনিশ্চিত ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার। ক্রিকেট থেকে সাময়িক বিরতির এই সময় রান্নায় হাত পাকানোর চেষ্টা করছেন পন্থ। পায়ের সমস্যা থাকলেও হাত চলছে পন্থের।

Advertisement

চোটের জন্য ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রয়েছেন পন্থ। অনুশীলন শুরু করার মতো জায়গায় এখনও নেই তিনি। এই সুযোগে রান্নায় মন দিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন পন্থ। তাঁর সঙ্গে রয়েছেন এক পেশাদার রাঁধুনী। তাতে পন্থকে পিৎজা তৈরি করতে দেখা গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে ভাইরাল হয়েছে পন্থের পিৎজা তৈরির ভিডিয়ো।

ভিডিয়োয় পন্থ বলেছেন, ‘‘আমাকে শেফের মতো দেখতে লাগছে! আজ আমি তোমাদের পিৎজা তৈরি করা দেখাব। একটু ধৈর্য ধরো। ভাবছি নিরামিষ পিৎজা তৈরি করব। কারণ আমি নিরামিষ পছন্দ করি। তবে আমি জানি না, ঠিক কী ভাবে তৈরি করতে হয়। মনে হয় কয়েকটা তৈরি করলে শিখে যাব।’’ তিনি আরও বলেছেন, ‘‘বন্ধুরা, খুব গরম লাগছে। ভাঙা পা নিয়ে আমি এটুকুই করতে পারছি। পিৎজা বেক করছি। আমার মা নিশ্চই ভাবছেন, বাড়িতে কখনও রান্না করিনি। অথচ এখানে পিৎজা তৈরি করছি!’’ ভিডিয়োটি কোথায় করা হয়েছে, তা জানাননি পন্থ। তবে তাঁর পোস্টে কিছু ইটালীয় শব্দ ব্যবহার করা হয়েছে।

চোট সারিয়ে পন্থের মাঠে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে টেস্ট সিরিজ়েও না-ও খেলা হতে পারে তাঁর। ইংল্যান্ডে ভাল ফর্মে থাকা পন্থ ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করতে গিয়ে চোট পেয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন