Virat Kohli

দিল্লির বিজয় হজারের প্রাথমিক দলে কোহলি, পন্থ! চলতি মাসেই আবার মাঠে নামবেন বিরাট

বিরাট কোহলি জানিয়েছিলেন, বিজয় হজারে ট্রফিতে খেলতে চান তিনি। সবুজ সঙ্কেত পেয়ে দিল্লির প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে। দলে রয়েছেন ঋষভ পন্থও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৫০
Cricketers Virat Kohli and Rishabh Pant named in provisional squad of Delhi for Vijay Hazare Trophy

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

বোর্ডের নির্দেশ পেয়ে বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন, দিল্লির হয়ে বিজয় হজারে ট্রফিতে খেলবেন তিনি। অন্তত দু’টি ম্যাচে নামবেন কোহলি। সবুজ সঙ্কেত পেয়ে দিল্লির বিজয় হজারের প্রাথমিক দলে রাখা হয়েছে কোহলিকে। দলে রয়েছেন ঋষভ পন্থও।

Advertisement

বৃহস্পতিবার দিল্লি ক্রিকেট সংস্থা একটি বিবৃতি দিয়েছে। সেখানেই জানানো হয়েছে যে, কোহলি ও পন্থ প্রাথমিক দলে রয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, “আসন্ন বিজয় হজারে ট্রফির জন্য প্রাথমিক দল বেছে নিয়েছেন নির্বাচকেরা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যাঁরা খেলেছেন তাঁদেরও প্রাথমিক দলে রাখা হয়েছে। বিজয় হজারে ট্রফির আগে দলের সঙ্গে যোগ দেবেন কোহলি ও পন্থ।” এই দুই ক্রিকেটার ছাড়া দলে কারা রয়েছেন তা অবশ্য জানা যায়নি। শীঘ্রই দল জানিয়ে দেবে দিল্লি ক্রিকেট সংস্থা।

২৪ ডিসেম্বর বিজয় হজারেতে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে দিল্লি। তার পর গুজরাতের বিরুদ্ধে ম্যাচ। এই দুই ম্যাচে খেলতে পারেন কোহলি। পুরো প্রতিযোগিতায় হয়তো তিনি খেলবেন না। দিল্লি ক্রিকেট সংস্থাকে তেমনটাই জানিয়েছেন কোহলি। পন্থ আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে থাকলেও খেলার সুযোগ পাননি। সেই কারণেই হয়তো বিজয় হজারেতে খেলতে চান তিনি।

শেষ বার ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে বিজয় হজারেতে খেলেছিলেন কোহলি। পরের ১৫ বছরে ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতায় দেখা যায়নি তাঁকে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর আপাতত শুধু এক দিনের ক্রিকেটই খেলছেন কোহলি। ২০২৭ সালের বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। তবে তার জন্য তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। সেই নির্দেশ মানছেন কোহলি।

ভাল ফর্মে রয়েছেন কোহলি। চলতি বছর ভারতের হয়ে ১৩ এক দিনের ম্যাচে ৬৫১ রান করেছেন তিনি, যা সর্বাধিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচে ৩০২ রান করেছেন তিনি। পর পর দু’টি শতরান করেছেন। সেই ফর্মকেই ধরে রাখতে চাইছেন কোহলি। সেই কারণেই ঘরোয়া ক্রিকেটে ফিরছেন তিনি।

Advertisement
আরও পড়ুন