MS Dhoni with Robot Dog in IPL 2025

ম্যাচের আগে রোবট কুকুরের সঙ্গে খেললেন ধোনি, খেলা শেষে নিয়ে গেলেন সাজঘরে

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে মাঠে রোবট কুকুরের সঙ্গে খেলতে দেখা যায় মহেন্দ্র সিংহ ধোনিকে। ম্যাচ শেষে তিনি সেই কুকুরটিকে নিয়ে যান সাজঘরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:১৬
cricket

লখনউয়ের মাঠে রোবট কুকুরের সঙ্গে খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: সমাজমাধ্যম।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে তৃতীয় ইনিংস শুরু করার পর প্রথম ম্যাচ জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনি। লখনউয়ের মাঠে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে ব্যাট হাতে ফিনিশারের ভূমিকা পালন করেছেন ধোনি। ম্যাচের আগে ও শেষে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে তাঁকে। মাঠে রোবট কুকুরের সঙ্গে খেলেছেন ধোনি। ম্যাচ শেষে তিনি সেই কুকুরটিকে নিয়ে যান সাজঘরে।

Advertisement

এ বারের আইপিএলে দেখা যাচ্ছে এই রোবট কুকুর প্রযুক্তি। রোবট কুকুরগুলির পিঠে লাগানো থাকে ক্যামেরা। কখনও মাঠের মধ্যে, কখনও বাউন্ডারির ধারে ঘুরে বেড়ায় সেই রোবট কুকুরগুলি। চেন্নাই-লখনউ ম্যাচের আগে যখন দু’দলের ক্রিকেটারেরা অনুশীলন করছিলেন তখন একটি রোবট কুকুর মাঠে ঘুরছিল। তখনই ধোনির নজর সে দিকে যায়।

মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ধোনি। হঠাৎ, রোবট কুকুরটিকে সামনে দেখেন তিনি। মুখ দিয়ে শিস্‌ দেওয়ার ভঙ্গিতে কুকুরটিকে ডাকেন ধোনি। তার পর ধরে মাঠে শুইয়ে দেন। রোবট কুকুর হাঁটাচলা করতে পারলেও শুইয়ে দিলে ওঠার ক্ষমতা তার নেই। ফলে কুকুরটি ওই ভাবেই শুয়ে থাকে। ধোনির এই কাণ্ড দেখে বাকি সতীর্থেরা হেসে ওঠেন।

অপরাজিত থেকে দলকে জেতানোর পর যখন মাঠে ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে গল্পে মেতেছেন সেই সময় আবার ধোনিকে দেখা যায় রোবট কুকুরটির সঙ্গে। এ বার কুকুরটির সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাকে কোল করে সাজঘরের দিকে হাঁটা দেন ধোনি। ভাবখানা এমন, নিজের পোষা কুকুর নিয়ে বাড়িতে যাচ্ছেন তিনি।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ধোনির কুকুর-প্রীতির কথা প্রায় সকলেরই জানা। তাঁর রাঁচীর বাড়িতে অনেকগুলি পোষ্য রয়েছে। তার মধ্যে লিলি ও গব্বর নামের দু’টি হাস্কি, স্যাম নামের এক বেলজিয়ান মালিনোইস ও জ়োয়া নামের একটি ডাচ শেফার্ড রয়েছে। পাশাপাশি একটি গোল্ডেন রিট্রিভারও রয়েছে ধোনির। তাদের সঙ্গে অনেকটা সময় কাটান তিনি। নিজের বাড়ির বাগানে কুকুরদের সঙ্গে খেলেন। আইপিএলের আগে ধোনি ও তাঁর কন্যা জিভার পোষ্যদের লোম আঁচড়ে দেওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। আইপিএলের মঞ্চেও ধোনির কুকুর-প্রীতি দেখা গেল। হোক না রোবট কুকুর। তাতে কী? তার সঙ্গেই খেললেন চেন্নাইয়ের অধিনায়ক।

Advertisement
আরও পড়ুন