চেন্নাই সুপার কিংস দল। ছবি: পিটিআই।
বুধবার পঞ্জাব কিংসের কাছে হারের পরেই আইপিএলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই। বাকি সব ম্যাচ জিতলেও তাদের প্লে-অফে পৌঁছোনো হবে না। শুধু তা-ই নয়, চেন্নাই দাঁড়িয়ে রয়েছে আরও একটি লজ্জার নজিরের সামনে। আইপিএলের ইতিহাসে প্রথম বার পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করতে পারে তারা।
লিগ পর্বে চেন্নাইয়ের আর চারটি ম্যাচ বাকি। সেখান থেকে সর্বোচ্চ আট পয়েন্ট পেলে চেন্নাই পৌঁছোবে ১২-তে। তাতেও প্লে-অফের রাস্তা খুলবে না।
বেঙ্গালুরু (১৪) এবং পঞ্জাব (১৩) ইতিমধ্যেই ১২-র বেশি পয়েন্ট পেয়েছে। ফলে এই দু’টি দলকে আর পেরোতে পারবে না চেন্নাই। এখনকার পয়েন্ট তালিকা অনুযায়ী, মুম্বই, গুজরাত এবং দিল্লির ১২ পয়েন্ট করে রয়েছে।
দিল্লি বনাম গুজরাতের ম্যাচ বাকি। যে দলই জিতুক, তারা ১২-র বেশি পয়েন্টে পৌঁছে যাবে। তা ছাড়া, মুম্বইয়ের সঙ্গেও দিল্লি এবং গুজরাতের খেলা বাকি। ফলে এই দু’টি ম্যাচ থেকে যারাই পয়েন্ট পাক, আরও একটি দল ১২-র বেশি পয়েন্টে পৌঁছোবে। ফলে প্রথম চারে ঢোকার আশা নেই চেন্নাইয়ের। তারা সর্বোচ্চ পঞ্চম স্থানে শেষ করতে পারে।
তবে চেন্নাই যে ভাবে খেলছে, তাতে সেই আশাও খুব কম। আইপিএলের সফলতম দল তারা। যুগ্ম ভাবে সবচেয়ে বেশি ট্রফি জেতার পাশাপাশি সবচেয়ে বেশি বার প্লে-অফে উঠেছে। আইপিএলের ইতিহাসে আগে কখনও সবার নীচে শেষ করেনি। কিন্তু এ বার সেই লজ্জার সামনে দাঁড়িয়ে রয়েছে তারা।