India vs South Africa

জোড়া শতরানের পুরস্কার, ইডেন গার্ডেন্সে খেলতে পারেন জুরেল, কোপ অলরাউন্ডারের উপরে? রবিবারই শহরে শুভমন, বুমরাহেরা

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের দুই ইনিংসেই শতরান করেছেন ধ্রুব জুরেল। জানা গিয়েছে, কলকাতায় প্রথম টেস্টে স্রেফ ব্যাটার হিসাবে খেলানো হতে পারে তাঁকে। এ দিকে, রবিবারই কলকাতায় শুভমন গিল, জসপ্রীত বুমরাহেরা চলে আসবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ২২:৫৯
cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের দুই ইনিংসেই শতরান করেছেন ধ্রুব জুরেল। কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিলের চাপ বাড়িয়ে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, কলকাতায় প্রথম টেস্টে স্রেফ ব্যাটার হিসাবে খেলানো হতে পারে তাঁকে। অর্থাৎ উইকেটকিপার হিসাবে ঋষভ পন্থই খেলবেন। এ দিকে, রবিবারই কলকাতায় শুভমন গিল, জসপ্রীত বুমরাহেরা চলে আসবেন বলে জানা গিয়েছে।

Advertisement

দ্বিতীয় বেসরকারি টেস্টে চোট পেলেও ঋষভ পন্থ ঠিক আছেন বলেই জানা গিয়েছে। প্রথম টেস্টে খেলতে অসুবিধা নেই। সে ক্ষেত্রে জুরেলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলানো হবে। পন্থ না থাকায় ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে উইকেটকিপার-ব্যাটার হিসাবে খেলেছিলেন জুরেল। পন্থ চলে আসায় তাঁর জায়গা হত না। কিন্তু জোড়া শতরানের পর তাঁকে দলের বাইরে রাখতে না-ও পারেন গম্ভীরেরা।

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “জুরেলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলানো হতে পারে। দলে দুটো জায়গায় ওকে খেলানো যেতে পারে। এক হল সাই সুদর্শনের জায়গায় তিন নম্বরে। কিন্তু শেষ ম্যাচে অর্ধশতরান করেছে সাই। দলে পাকাপাকি ভাবে এক জনকে তিন নম্বরে চাওয়া হচ্ছে। সে ক্ষেত্রে আর একটাই জায়গা পড়ে থাকে, নীতীশ কুমার রেড্ডি। ভারতীয় পরিবেশে নীতীশের বোলিং দরকার না-ও হতে পারে। তাই নীতীশের জায়গায় জুরেলকে খেলানো যেতে পারে।”

ওয়েস্ট ইন্ডি‌জ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই বাদ পড়তে পারতেন নীতীশ। তাঁর জায়গায় দেবদত্ত পাড়িক্কলকে খেলানোর কথা ভাবা হয়েছিল। শেষ পর্যন্ত নীতীশ খেললেও তাঁকে দিয়ে বল করানো হয়নি। ব্যাট হাতেও আহামরি কিছু করতে পারেননি। অতীতে মহেন্দ্র সিংহ ধোনি-দীনেশ কার্তিক, ধোনি-পার্থিব পটেল, ধোনি-পন্থ একই টেস্টে খেলেছেন।

এ দিকে, শনিবার ব্রিসবেন ম্যাচ ভেস্তে যাওয়ার পর দিন, অর্থাৎ রবিবারই কলকাতায় পা রাখার কথা শুভমন, বুমরাহ-সহ টেস্ট দলে থাকা চার সদস্যের। বাকি দু’জন হলেন ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর পটেল। তাঁরা সরাসরি ব্রিসবেন থেকে কলকাতায় আসবেন। বিকেলের মধ্যেই শহরে চলে আসার কথা। দক্ষিণ আফ্রিকাও রবিবার চলে আসছে। তারাও শনিবার পাকিস্তান সফরের শেষ ম্যাচ খেলে ফেলেছে। ভারতের টেস্ট দলের বাকিরা সোমবার ধাপে ধাপে আসবেন। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু হবে।

Advertisement
আরও পড়ুন