Ishan Kishan Ruled Out of Duleep Trophy

দলীপ থেকে ছিটকে গেলেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিশন, শাপে বর বাংলার অভিমন্যুর!

এ বারের দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের অধিনায়ক করা হয়েছিল ঈশান কিশনকে। কিন্তু তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৩:১৪
cricket

ঈশান কিশন। —ফাইল চিত্র।

দলীপ ট্রফি শুরু হওয়ার ১০ দিন আগে ধাক্কা পূর্বাঞ্চল দলে। এ বারের দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের অধিনায়ক করা হয়েছিল ঈশান কিশনকে। কিন্তু তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন।

Advertisement

২৮ অগস্ট থেকে শুরু হতে চলেছে দলীপ। ছয় দলের এই প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের দায়িত্ব ছিল ঈশানের কাঁধে। কিন্তু চোটের কারণে খেলতে পারবেন না তিনি। ঈশানের বদলে নেওয়া হয়েছে ওড়িশার ক্রিকেটার আশীর্বাদ সাঁইকে। তিনিই উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন। আশীর্বাদের দলে ঢোকার খবর জানিয়েছে ওড়িশা ক্রিকেট সংস্থা।

ভারতের হয়ে দুটো টেস্ট, ২৭ এক দিনের ম্যাচ ও ৩২ টি-টোয়েন্টি খেলেছেন ঈশান। ২০২১ সালের ১৪ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। চলতি বছর জুন মাসে শেষ খেলেছেন তিনি। কাউন্টিতে নটিংহ্যামশায়ারের হয়ে সোমারসেটের বিরুদ্ধে ৭৭ রান করেছিলেন ঈশান।

ঝাড়খণ্ডের ঈশান না থাকায় বাংলার অভিমন্যু পূর্বাঞ্চলের নেতৃত্ব দেবেন। বাংলার রঞ্জি দলের পাশাপাশি বেশ কিছু সিরিজ়ে ভারত ‘এ’ দলের নেতৃত্ব দিয়েছেন অভিমন্যু। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরের দলেও তিনি ছিলেন। কিন্তু পাঁচটা টেস্টেই দলের বাইরে বসতে হয়েছে তাঁকে। ইংল্যান্ড সফরে ভারতের যে তিন ক্রিকেটার একটা ম্যাচও খেলতে পারেননি তাঁদের মধ্যে তিনি রয়েছেন। সেই অভিমন্যুকে আবার অধিনায়কের দায়িত্ব সামলাতে হবে।

ঈশানের চোট শাপে বর হতে পারে অভিমন্যুর পক্ষে। এর পর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ঘরের মাটিতে দুই টেস্টের সিরিজ় খেলবে ভারত। সেখানে অভিমন্যু খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তার আগে অধিনায়ক ও ব্যাটার হিসাবে দলীপে ভাল খেললে প্রথম একাদশে ঢোকার দাবি আরও জোরাল করতে পারবেন তিনি।

Advertisement
আরও পড়ুন