India vs England

ইংল্যান্ডের লজ্জার নজিরে মুক্তি ভারতের! কী হল কটকের এক দিনের ম্যাচে?

এক দিনের ক্রিকেটে ২৮ বার ৩০০ বা তার বেশি রান তুলেও হারতে হল ইংল্যান্ডকে। রবিবার কটকে প্রথমে ব্যাট করে ৩০৪ রান করেও হেরে যায় জস বাটলারের দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৪
picture of Jos Buttler

জস বাটলার। ছবি: পিটিআই।

দ্বিতীয় এক দিনের ম্যাচে ভারতের কাছে হেরে লজ্জার নজির গড়ল ইংল্যান্ড। কটকের ২২ গজে প্রথম ব্যাট করে ৩০৪ রান তুলেও জিততে পারেননি জস বাটলারেরা। রোহিত শর্মারা তাঁদের হারিয়ে দিয়েছেন ৪ উইকেটে। এই নিয়ে ২৮ বার ৩০০ বা তার বেশি রান তুলেও এক দিনের ম্যাচে হেরে গেল ইংল্যান্ড।

Advertisement

রবিবার ৯৯তম বার এক দিনের ক্রিকেটে ৩০০ বা তার বেশি রান করে ইংল্যান্ড। সেই ৯৯টি ম্যাচের মধ্যে ২৮টিতে হারল ইংরেজরা। ক্রিকেট বিশ্বের আর কোনও দল এক দিনের ম্যাচে ৩০০ বা তার বেশি রান তুলে এতগুলি ম্যাচ হারেনি। ইংল্যান্ডের নজিরে লজ্জা মুক্তি ঘটল ভারতের। ২৭টি এক দিনের ম্যাচে ৩০০ বা তার বেশি রান তুলে হেরেছে ভারত। রবিবারের আগে পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে যৌথ ভাবে ভারতও ছিল এই তালিকায় শীর্ষে। কটকের হার ইংল্যান্ডকে একক ভাবে শীর্ষে তুলে আনল। ভারত অবশ্য ১৩৬টি ম্যাচে ৩০০ বা তার বেশি রান করেছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। তারা ৬২টি এক দিনের ম্যাচে ৩০০ বা তার বেশি রান করেও হেরেছে ২৩টি ম্যাচ। চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কা এমন ম্যাচ হেরেছে ১৯টি। তারা ৮৭টি ৫০ ওভারের ম্যাচে ৩০০ বা তার বেশি রান করেছে।

কটকে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাটলার। এক বল বাকি থাকতে ৩০৪ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জবাবে ৪৪.৩ ওভারে ৩০৮ রান করে ভারত। ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় এনে দেন রোহিত। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৩২তম শতরান করেন ভারতীয় দলের অধিনায়ক। একই সঙ্গে তিন ম্যাচের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ১২ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

Advertisement
আরও পড়ুন