Sourav Ganguly's Daughter Sana Ganguly

লন্ডনে নতুন চাকরি পেলেন সৌরভ-কন্যা সানা, খুশির খবর দিলেন ‘দাদা’ নিজেই

এত দিন ইন্টার্ন হিসাবে কাজ করতেন। এ বার স্থায়ী চাকরি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা। লন্ডনে চাকরি পেয়েছেন তিনি। মেয়ের চাকরির কথা জানিয়েছেন সৌরভ নিজেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১১:৪৩
cricket

মেয়ে সানার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

নতুন বছরের আগেই খুশির খবর সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে। চাকরি পেয়েছেন সৌরভ-কন্যা সানা। তা-ও আবার লন্ডনে। মেয়ের চাকরির কথা জানিয়েছেন সৌরভ নিজেই। এত দিন লন্ডনে ইন্টার্ন হিসাবে কাজ করতেন সানা। এ বার স্থায়ী চাকরি পেয়েছেন তিনি।

Advertisement

সানার পড়াশোনাও ইংল্যান্ডে। ইউসিএলে অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন তিনি। সেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়। সেখান থেকে ফিরে মেয়ের চাকরির খবর দিয়েছেন সৌরভ। স্বভাবতই মেয়ের এই সাফল্যে গর্বিত সৌরভ। সেই সঙ্গে খানিকটা আবেগঘন হয়ে পড়ছেন তিনি। তাঁর ছোট্ট মেয়ে বড় হয়ে এ বার চাকরি করবে, সেটা বিশ্বাসই করতে পারছেন না ‘দাদা’।

লন্ডনে পড়াশোনার পাশাপাশি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় ইন্টার্ন হিসাবে কাজ করতেন সানা। এ বার সেখানকারই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ‘ইনোভারভি’তে চাকরি পেয়েছেন সানা। সৌরভ-কন্যা জানিয়েছেন, ইন্টার্ন হিসাবে কাজ করার সময়ই ‘ইনোভারভি’-র কর্তাদের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। এই রকম একটি বড় সংস্থায় চাকরি করার সুযোগ পেয়ে তিনি খুব খুশি।

সানাকে পেয়ে খুশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ‘ইনোভারভি’ও। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, সানার মতো প্রতিভাবান যে কেরিয়ারের শুরুতেই তাদের সংস্থা বেছে নিয়েছে তাতে তারা খুশি।

Advertisement
আরও পড়ুন