Harbhajan Singh

ভারতীয় বোর্ডের কর্তা হওয়ার দৌড়ে হরভজন, বোর্ডের সভায় পঞ্জাবের প্রতিনিধিত্ব করবেন

ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা হিসাবে দেখা যেতে পারে হরভজন সিংহকে। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসাবে যোগ দেবেন তিনি। পাশে পাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৮
cricket

হরভজন সিংহ। — ফাইল চিত্র।

ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা হিসাবে দেখা যেতে পারে হরভজন সিংহকে। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসাবে যোগ দেবেন তিনি। পাশে পাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও, যিনি বাংলার প্রতিনিধি হিসাবে বৈঠকে থাকবেন। সেই সভায় বোর্ডের পাঁচ গুরুত্বপূর্ণ পদে নির্বাচন হবে।

Advertisement

ওই দিন বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলের নির্বাচন রয়েছে। সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম-সচিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন হবে। অ্যাপেক্স কাউন্সিলে জেনারেল বডির একজন এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলে জেনারেল বডির দু’জনকে নেওয়া হবে।

হরভজন রাজ্যসভার সাংসদ। আগেই পঞ্জাব ক্রিকেট সংস্থার পরামর্শদাতা হিসাবে নির্বাচিত হয়েছেন। এই প্রথম রাজ্য সংস্থার প্রতিনিধিত্ব করবেন। বোর্ডের কোনও একটি পদে তিনি নির্বাচিত হলেও হতে পারেন। ফলে বোর্ডকর্তা হিসাবে তাঁকে দেখার সম্ভাবনা রয়েছে।

এটা দেখার যে বোর্ড সভাপতি পদে আবার কোনও প্রাক্তন ক্রিকেটারকে দেখা যায় কি না। সৌরভের পর এই দায়িত্ব সামলেছিলেন রজার বিন্নী। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর খবর অনুযায়ী, বোর্ডের তরফে অনেক প্রাক্তন ক্রিকেটারের সঙ্গেই যোগাযোগ করা হয়েছে। কেউ রাজি হননি। বোর্ডের আনুষ্ঠানিক নির্বাচন অনেক দিনই হয় না। সদস্যেরা নিজেদের মধ্যে কথা বলেই পদাধিকারীদের বেছে নেন।

Advertisement
আরও পড়ুন