India vs South Africa 2025

ভেস্তে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা, তবে মানতে হবে শর্ত

ভেস্তে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের পুরো টাকা ফেরত পাবেন দর্শকেরা। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা জানিয়ে দিল, কী কী শর্ত মানলে টাকা ফেরত পাওয়া যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:২৩
picture of cricket

বুধবার ঘন কুয়াশায় ঢাকা লখনউয়ের স্টেডিয়াম। ছবি: পিটিআই।

লখনউয়ে ভেস্তে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের পুরো টাকা ফেরত পাবেন দর্শকেরা। দর্শকদের পুরো টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে উত্তরপ্রদেশের ক্রিকেট সংস্থা (ইউপিসিএ)।

Advertisement

গত বুধবার কুয়াশা এবং ধোঁয়াশার জন্য ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুই করা যায়নি। ছ’বার পরিস্থিতি পরিদর্শন করে রাত সাড়ে ন’টার সময় ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন আম্পায়ারেরা। নিয়ম অনুযায়ী, এক বলও খেলা না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছিল, টিকিটের দাম ফেরত দেওয়ার দায়িত্ব তাদের নয়। আয়োজক হিসাবে এই দায়িত্ব ইউপিসিএ-র।

ইউপিসিএ সচিব প্রেম মনোহর গুপ্ত জানিয়েছেন, ক্রিকেটপ্রেমীদের টিকিটের পুরো টাকা দেওয়া হবে। তিনি বলেছেন, ‘‘যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁরা যে পদ্ধতিতে টাকা দিয়েছিলেন, সেই পদ্ধতিতেই টাকা ফেরত পাবেন। টাকা ফেরত সংক্রান্ত নির্দেশিকা তাঁদের নথিভুক্ত করা মেল আইডি-তে পাঠিয়ে দেওয়া হবে। যাঁরা কাউন্টার থেকে টিকিট কিনেছিলেন, তাঁরা স্টেডিয়ামের দু’নম্বর গেটের কাউন্টার থেকে টাকা ফেরত পাবেন। ২০ থেকে ২২ ডিসেম্বর, তিন দিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। ক্রেতাকে ব্যক্তিগত ভাবে টিকিটের অংশ এবং পরিচয়ের প্রমাণ নিয়ে আসতে হবে।’’

ইউপিসিএ কর্তা জানিয়েছেন, বুধবার এক বলও খেলা না হওয়ায় নিয়ম মেনে তাঁরা টিকিটের পুরো টাকা ফিরিয়ে দেবেন। তবে টাকা ফেরত পাওয়ার জন্য শর্তগুলি অবশ্যই মানতে হবে ক্রিকেটপ্রেমীদের।

Advertisement
আরও পড়ুন