Gautam Gambhir and Suryakumar Yadav

সাত ম্যাচে মাত্র ৭২ রান! সূর্যের খারাপ ফর্ম নিয়ে মুখ খুললেন গম্ভীর, অধিনায়ককে স্পষ্ট বার্তা কোচের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ে হেরেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজ়‌ে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নামছে তারা। তার আগে সূর্যকুমার যাদবের ফর্ম পাত্তাই দিতে চাইলেন না গৌতম গম্ভীর। কী বলেছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:০০
cricket

গৌতম গম্ভীর (বাঁ দিকে) এবং সূর্যকুমার যাদব। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ে হেরেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজ়‌ে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নামছে তারা। তার আগে ভারতকে একটু হলেও চিন্তায় রাখবে অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। শেষ সাত ম্যাচে মাত্র ৭২ রান করেছেন তিনি। তবে সূর্যের ফর্ম পাত্তাই দিতে চাইলেন না গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়া সিরিজ় শুরুর আগে অধিনায়কের পাশে তো দাঁড়ালেনই, পাশাপাশি আগামী দিনে কী রকম দল চান সেটাও স্পষ্ট করে দিয়েছেন।

Advertisement

গত মাসে সূর্যের নেতৃত্বে এশিয়া কাপ জিতেছে ভারত। এ বার অস্ট্রেলিয়া সিরিজ়‌ে জেতাও তাদের লক্ষ্য। ‘জিয়োহটস্টার’-এ সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, “সত্যি বলতে, সূর্যের ফর্ম নিয়ে একটুও চিন্তিত নই আমি। সাজঘরে অতি আগ্রাসী মনোভাব বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই দর্শন মেনে চললে ব্যর্থতা আসবেই। সমালোচনা এড়াতে সূর্য চাইলেই ৩০ বলে ৪০ রান করতে পারে। তবে একসঙ্গে বসে আমরা ঠিক করেছি, ব্যর্থ হলেও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে আসব না।”

মানুষ এবং নেতা সূর্যের প্রশংসা শোনা গিয়েছে গম্ভীরের মুখে। বলেছেন, “মানুষ হিসাবে সূর্য দারুণ। ভাল মানুষেরাই ভাল নেতা হয়। ও আমাকে নিয়ে অনেক ভাল ভাল কথা বলে ঠিকই, তবে আমার ভূমিকা হল শুধু ম্যাচের পরিস্থিতি ওকে বুঝিয়ে দেওয়া। এটা সূর্যেরই দল। ওর খোলামেলা মানসিকতা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য একদম সঠিক। মাঠের বাইরে আপনি কেমন তার প্রভাব পড়ে মাঠে এবং সাজঘরে। গত দেড় বছরে সূর্য সেটা দারুণ ভাবে ধরে রেখেছে।”

পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দলের মধ্যে আরও ভাল করে ভয়ডরহীন মানসিকতা গড়ে তুলতে চেয়েছেন তিনি। এ ব্যাপারে তুলে ধরেছেন এশিয়া কাপ ফাইনালের কথাও। ভারতের কোচের কথায়, “সূর্যের সঙ্গে প্রথম কথায় একটা বিষয়ে রাজি হয়েছিলাম, আমরা হারতে ভয় পাব না। সফলতম কোচ হওয়ার কোনও ইচ্ছা আমার নেই। আমি চাই ভারত সবচেয়ে বেশি ভয়ডরহীন দল হোক।”

গম্ভীরের সংযোজন, “এশিয়া কাপ ফাইনালের মতো বড় ম্যাচের আগে ক্রিকেটারদের বলে দিয়েছিলাম, একটা ক্যাচ ফেললে, একটা খারাপ শট খেললে বা খারাপ বল করলে কোনও সমস্যা নেই। মানুষ ভুল করেই। সাজঘরে যে কথা হচ্ছে সেটাই আসল। সূর্য আর আমি একটা ব্যাপারে সব সময়ে সহমত হই, কখনও ভুল করা নিয়ে ভয় পাব না। যত বড় ম্যাচ, তত বেশি ভয়ডরহীন ক্রিকেট খেলব। রক্ষণাত্মক মানসিকতা সব সময়ে বিপক্ষকে সুযোগ করে দেয়। যে প্রতিভা আমাদের দলে রয়েছে তাতে ভয়ডরহীন ক্রিকেট খেলতে সমস্যা নেই।”

Advertisement
আরও পড়ুন