Virat Kohli on Retirement

খারাপ ফর্ম নয়, টেস্ট থেকে কোহলির অবসরের কারণ অন্য, খোলসা করলেন ভারতের প্রাক্তন কোচ

ইংল্যান্ড সিরিজ়ের আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। মনে করা হচ্ছে, খারাপ ফর্মের কারণে সরে গিয়েছেন তিনি। তবে গ্রেগ চ্যাপেলের মতে, অন্য কারণে অবসর নিয়েছেন কোহলি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৯:৩৩
cricket

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

ইংল্যান্ড সিরিজ়ের আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। মনে করা হচ্ছে, খারাপ ফর্মের কারণে সরে গিয়েছেন তিনি। তবে গ্রেগ চ্যাপেলের মতে, মানসিক ক্লান্তির কারণেই অবসর নিয়েছেন কোহলি। আগের মতো ছন্দে খেলতে পারবেন না ভেবেই সঠিক সময়ে সরে গিয়েছেন।

Advertisement

এক ক্রিকেট ওয়েবসাইটে নিজের কলামে ভারতের প্রাক্তন কোচ লিখেছেন, “দক্ষতায় মরচে ধরেছে, এ কথা ভেবে টেস্ট থেকে সরে যায়নি কোহলি। ও বুঝতে পেরেছে, যে মানসিক খিদে ওকে এক দিন গোটা বিশ্বে অপ্রতিরোধ্য করে তুলেছিল তা আর নেই। ও নিজেও সেটা মেনে নিয়েছে। সর্বোচ্চ পর্যায়ে মানসিক ভাবে যদি তীক্ষ্ণ না থাকেন, তা হলে শরীর বাদ সাধবেই।”

মানসিক ভাবে ছন্দে না থাকলে যে সিদ্ধান্ত নেওয়া এবং ফুটওয়ার্কেও গন্ডগোল হতে পারে এটাও উল্লেখ করেছেন চ্যাপেল। তাঁর মতে, “মনের মধ্যে সন্দেহ থাকলে তা শারীরিক আচরণে ধরা পড়ে। তখন সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। ফুটওয়ার্ক ঠিকঠাক থাকে না। ও ভাবে পারফর্ম করা সম্ভব নয়। কোহলির অবসর আমাদের বুঝিয়েছে, ক্রিকেটে ফর্ম হল মানসিক অবস্থার একটা অংশমাত্র।”

উল্লেখ্য, গত ১২ মে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন কোহলি। ১২৩টি টেস্টে ৯২৩০ রান করেছেন। ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে। ২০২০ থেকে একটানা খারাপ ফর্মের কারণে দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল। বাদ পড়ার আগে নিজেই সরে যান কোহলি।

Advertisement
আরও পড়ুন