England Women vs India Women

বিলেতে ইতিহাস ভারতের মহিলা ক্রিকেট দলের, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি সিরিজ়‌ জয়

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম বার টি-টোয়েন্টি সিরিজ় জিতল ভারতের মহিলা দল। তা-ও আবার ইংল্যান্ডের মাটিতেই। বুধবার রাতে ম্যাঞ্চেস্টারে চতুর্থ ম্যাচে তারা জিতল ছয় উইকেটে। দলের প্রশংসা করলেন হরমনপ্রীত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১১:৪৬
cricket

ভারতের মহিলা দলের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম বার টি-টোয়েন্টি সিরিজ় জিতল ভারতের মহিলা দল। তা-ও আবার ইংল্যান্ডের মাটিতেই। বুধবার রাতে ম্যাঞ্চেস্টারে চতুর্থ ম্যাচে তারা জিতল ছয় উইকেটে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ়‌ পকেটে পুরল হরমনপ্রীত কৌরের দল। শনিবার শেষ ম্যাচ বার্মিংহামে।

Advertisement

২০০৬-এ একটি টি-টোয়েন্টি ম্যাচে ভারত হারিয়েছিল ইংল্যান্ডকে। তার পর থেকে দেশ বা বিদেশি, দুই মাঠেই ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ়ে হেরেছে ভারত। ১৯ বছর পর অবশেষে সাফল্য। বুধবারের জয় এসেছে ভারতীয় স্পিনারদের দাপটে। শ্রী চরণী (২-৩০), রাধা যাদব (২-১৫) এবং দীপ্তি শর্মা (১-২৯) ভাল বল করেন।

ভারতের স্পিনারদের কারণে ইংল্যান্ডের কোনও ব্যাটারই চালিয়ে খেলতে পারেননি। রান তুলতে বেশ সমস্যায় পড়েছেন। ভারতের ফিল্ডিংও খুব ভাল হয়েছে। ফলে ইংল্যান্ড কোনও সময়েই বিপজ্জনক হতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬-এর বেশি তুলতে পারেনি ইংল্যান্ড।

জবাবে স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মার ৫৬ রানের ওপেনিং জুটিই ভারতের ভিত তৈরি করে দেয়। স্মৃতি ৩২ এবং শেফালি ৩১ রানে ফেরার পর জেমাইমা রদ্রিগেস অপরাজিত থাকেন ২৪ রানে। হরমনপ্রীত ২৬ করেন। তিন ওভার বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত।

ম্যাচের পর অধিনায়ক হরমনপ্রীত বলেন, “আমরা জিততে পেরে গর্বিত। গোটা সিরিজ়‌েই ভাল খেলেছি। ছন্দ ফিরে পাওয়া খুব দরকার ছিল। দলের প্রত্যেকে নিজেদের মতো করে অবদান রেখেছে।”

হরমনপ্রীত আরও বলেন, “এ দেশে আসার আগে জাতীয় শিবিরে প্রত্যেকে পরিশ্রম করেছি। নিজের পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা করেছি। এখানে এসে সেগুলো কাজে লাগাতে পেরেছি। সকলে নিজেদের ভূমিকা জানত। সে ভাবেই খেলেছি।”

Advertisement
আরও পড়ুন