India Vs Pakistan Clash in ACC Meeting

বৈঠকে ভারত-পাক ঝগড়া! ট্রফি আপনার সম্পত্তি নয়: নকভিকে ভারত, মঞ্চে নিজেকে কার্টুন মনে হচ্ছিল, বললেন পাক কর্তা

এশীয় কাউন্সিলের বৈঠকে ভারতের রাজীব শুক্ল ও পাকিস্তানের মহসিন নকভির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। কিন্তু এশিয়া কাপ ট্রফি ভারত কবে পাবে, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯
cricket

রবিবার এশিয়া কাপের পুরস্কার বিতরণী মঞ্চে মহসিন নকভি (বাঁ দিক থেকে দ্বিতীয়)। ছবি: পিটিআই।

এশিয়া কাপের ট্রফি ও মেডেল ভারতীয় ক্রিকেটারেরা কবে পাবেন তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হল না। মঙ্গলবার এশিয়া ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাজীব শুক্ল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি তথা এশীয় কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। নকভির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন শুক্ল। পাল্টা নকভিও ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দু’জনের ঝগড়ার ফলে পরিস্থিতি উত্তপ্ত হলেও কাজের কাজ কিছু হয়নি। ‘ইন্ডিয়া টুডে’ এই বৈঠকের কথা জানিয়েছে।

Advertisement

রিপোর্টে জানানো হয়েছে, বৈঠকের শুরু থেকেই নকভিকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করেন শুক্ল। ভারতকে ট্রফি না দেওয়ায় নকভির সমালোচনা করেন তিনি। শুক্ল নকভিকে মনে করিয়ে দেন যে ট্রফি তাঁর ব্যক্তিগত সম্পত্তি নয়। ফলে তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। এই একই অভিযোগ এশিয়া কাপ শেষে করেছিলেন বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়াও। বৈঠকে শুক্ল স্পষ্ট করে দেন, ভদ্রভাবে ট্রফি ও মেডেল ভারতের হাতে তুলে দিতে হবে। এশীয় ক্রিকেট কাউন্সিলকে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন তিনি।

শুক্লের আক্রমণের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা নকভি অভিযোগ করেন, তাঁকে দীর্ঘ ক্ষণ পুরস্কার বিতরণের মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তাঁর নিজেকে কার্টুনের মতো লাগছিল। তিনি আরও দাবি করেন, ভারতীয় দল যে তাঁর হাত থেকে ট্রফি নিতে চায় না, সেটা মৌখিক ভাবে বলা হয়েছিল। লিখিত কিছু দেওয়া হয়নি। তাই তিনি পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন।

চুপ থাকেননি শুক্ল। তিনি আরও অভিযোগ শুরু করেন। সে কথা শুনে নকভি জানান, এই বৈঠকে ট্রফি-সমস্যার সমাধান হবে না। অন্য একটি বৈঠকে সেই বিষয়ে আলোচনা হবে। ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা দ্রুত একটি বৈঠকে বসবেন। সেখানে এই ট্রফি-সমস্যার সমাধান হবে।

বৈঠকের শুরু থেকেই চলছিল বিতর্ক। এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন জানাতে অস্বীকার করেন নকভি। জানা গিয়েছে, পরে ভারতীয় বোর্ডের প্রতিনিধি আশিস শেলারের দাবি মেনে ভারতকে শুভেচ্ছা জানাতে বাধ্য হন নকভি। ভারতীয় বোর্ড স্পষ্ট করে দিয়েছে, ট্রফি ভারতে পাঠিয়ে দিতে হবে। অথবা এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে পাঠিয়ে দিতে হবে। সেখান থেকে বিসিসিআই ট্রফি নিয়ে নেবে। নকভি আলোচনার কথা বললেও ভারত প্রথমে আলোচনা করতে রাজি হয়নি। তাদের দাবি, তারা চ্যাম্পিয়ন হয়েছে। সেখানে আলোচনার কোনও জায়গা নেই। তবে জানা গিয়েছে, শেষ পর্যন্ত হয়তো পাঁচ দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। তবে এখানেই থামবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। নভেম্বরে আইসিসি-র বৈঠকে নকভির বিরুদ্ধে অভিযোগ জানাবে তারা। এই বিষয়ে মনস্থির করে ফেলেছে বিসিসিআই।

Advertisement
আরও পড়ুন