Asia Cup 2025

ভারতের সাজঘরে নতুন পুরস্কার! কোচের প্রশংসা পেলেও সতীর্থদের ‘খোঁচা’র মুখে শিবম

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দু’ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শিবম দুবে। ভাল বল করায় কোচের প্রশংসা পেয়েছেন তিনি। কিন্তু শুনেছেন সতীর্থদের ‘খোঁচা’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৭
cricket

শিবম দুবে। —ফাইল চিত্র।

এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করেছে ভারত। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দিয়েছে তারা। বল হাতে নজর কেড়েছেন শিবম দুবে। দু’ওভার বল করে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ভাল বল করায় কোচের প্রশংসা পেয়েছেন তিনি। কিন্তু শুনেছেন সতীর্থদের ‘খোঁচা’।

Advertisement

গত কয়েক বছরে প্রতিটি ম্যাচের পর সাজঘরে সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়ার চল ছিল ভারতীয় দলে। সেই ছবিটা বদলেছে। এশিয়া কাপে শুরু হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর পুরস্কার। অর্থাৎ, ম্যাচে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন কে সেটা দেখা হচ্ছে। সেই প্রভাব ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যে কোনও ক্ষেত্রে হতে পারে। প্রথম ম্যাচে সেই পুরস্কার পেয়েছেন শিবম।

খেলা শেষে সাজঘরে শিবমের গলায় মেডেল পরিয়ে দেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। শিবমের নাম ঘোষণা হতেই শুরু হয় মশকরা। কেউ চিৎকার করে হাততালি দেন। আবার কেউ শিস দেন। শিবমকে নিয়ে মজার কথাও বলেন অনেকে।

তার পরে উঠে দাঁড়ান সহ-অধিনায়ক শুভমন গিল। তিনি শিবমের কাছে গিয়ে বলেন, “হয় বক্তৃতা করতে হবে, নয়তো নেচে দেখাতে হবে।” শিবম অপ্রস্তুত হয়ে যান। পরে তিনি বলেন, “আমি বল করে খুব আনন্দ পেয়েছি।” আপাত-শান্ত শিবমের মুখে এ কথা শুনে আবার মশকরা শুরু করেন সতীর্থেরা। শিবম মুখ বুজে শুনে নেন। সাজঘর দেখে বোঝা যাচ্ছিল, কতটা ফুরফুরে রয়েছে পরিবেশ।

এশিয়া কাপের প্রথম ম্যাচেই প্রধান কোচ গৌতম গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, ব্যাটের পাশাপাশি বল হাতেও ভূমিকা থাকবে শিবমের। তিনি পরিশ্রমও করেছেন। বোলিং কোচ মর্কেলের প্রশংসা করেছেন তিনি। এশিয়া কাপ শুরু হওয়ার আগে শিবম বলেন, “ইংল্যান্ড সিরিজ়ে ভারতীয় দলে ফেরার পর থেকে মর্কেল আমাকে নিয়ে অনেক খেটেছেন। আমকে পরামর্শ দিয়েছেন। আমি সেগুলো মেনেছি। বোলিংয়ের দিকে সময় দিয়েছি। এখন ভাল জায়গায় আছি। এশিয়া কাপে বল করার জন্য মুখিয়ে রয়েছি।” তিনি কতটা তৈরি তা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন শিবম।

Advertisement
আরও পড়ুন