ICC Champions Trophy 2025

রেকর্ড ১৭৭ রান জ়াদরানের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে ইংল্যান্ডের চাই ৩২৬

ভেঙে দিলেন ইংল্যান্ডের বেন ডাকেটের ১৬৫ রানের রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধেই রেকর্ড গড়লেন আফগান ওপেনার। বুধবার লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৭ রান করলেন জ়াদরান। আফগানিস্তান করল ৩২৫ রান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০
Ibrahim Zadran

শতরানের পর ইব্রাহিম জ়াদরান। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন ইব্রাহিম জ়াদরান। ভেঙে দিলেন ইংল্যান্ডের বেন ডাকেটের ১৬৫ রানের রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধেই রেকর্ড গড়লেন আফগান ওপেনার। বুধবার লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৭ রান করলেন জ়াদরান। আফগানিস্তান করল ৩২৫ রান।

Advertisement

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়েছিলেন ডাকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ১৬৫ রান করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটাই ছিল কোনও ব্যাটারের এক ইনিংসে সবচেয়ে বেশি রান। তাঁর দলের বিরুদ্ধে জ়াদরান করলেন ১৭৭ রান। নতুন রেকর্ড তৈরি হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

বুধবার লাহোরের ম্যাচে যে দল হারবে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ হয়ে যাবে। সেই ম্যাচে শুরুটা ভাল হয়নি আফগানিস্তানের। ৩৭ রানের মধ্যে তিন উইকেট চলে গিয়েছিল তাদের। রহমতুল্লা গুরবাজ় (৬), সেদিকুল্লা অটল (৪) এবং রহমত শাহ (৪) অল্প রান করে আউট হয়ে যান। সেখান থেকে ইনিংস গড়ার কাজটা করেন জ়াদরান এবং অধিনায়ক হশমতুল্লা শাহিদি। তাঁরা ১০৩ রানের জুটি গড়েন।

মিডল ওভারে ইংল্যান্ডের বোলারেরা কোনও ভাবেই উইকেট তুলতে পারছিলেন না। পায়ে চোট লাগার কারণে মার্ক উড মাঠ ছেড়েছিলেন। পরে যদিও তিনি ফিরে আসেন। চোট পেয়ে কিছু ক্ষণ মাঠের বাইরে ছিলেন লায়াম লিভিংস্টোনও। তাঁরা বল করতে না পারায় কিছুটা সমস্যা হয় ইংল্যান্ডের। সেই সুযোগ কাজে লাগায় আফগানিস্তান। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও এই ম্যাচে তারা ব্যাট করতে নেমে পরিণত ক্রিকেট খেলল। মাঝের ওভারে উইকেট না হারিয়ে ইনিংস গড়লেন জ়াদরানেরা। শেষ দিকে আবার দ্রুত রান তুললেন।

জ়াদরান ওপেন করতে নেমে প্রায় পুরো ইনিংস ব্যাট করলেন। শেষ ওভারে গিয়ে আউট হন তিনি। ১৪৬ বলে তাঁর করা ১৭৭ রানের ইনিংসে ছিল ১২টি চার এবং ছ’টি ছক্কা। তাঁকে সঙ্গ দেন অজমতুল্লা ওমারজাই (৩১ বলে ৪১) এবং মহম্মদ নবি (২৪ বলে ৪০)। তাঁরা শেষ দিকে দ্রুত রান করে আফগানিস্তানকে ৩২৫ রানে পৌঁছে দেন।

ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন জফ্রা আর্চার। শেষ ওভারে লিয়াম লিভিংস্টোন নেন দু’উইকেট। একটি করে উইকেট নেন জেমি ওভারটন এবং আদিল রশিদ। ইংল্যান্ড শেষ দিকে বাধ্য হয়েছিল জো রুটকে দিয়ে বল করাতে। তিনি ৭ ওভারে ৪৭ রান দেন। মার্ক উড ৮ ওভারে ৫০ রান দেন। তাঁরা কোনও উইকেট পাননি।

Advertisement
আরও পড়ুন