Virat Kohli

কোহলিকে নিয়ে ভুল তথ্য আইসিসির, সমালোচিত হয়ে শুধরেও নিল নিজেদের

এক দিনের ক্রিকেটে ইদানীং ভাল ছন্দে রয়েছেন বিরাট কোহলি। তাঁকে নিয়ে ভুল তথ্য দেওয়ায় সমালোচিত আইসিসি। পরে নিজেরাই ভুল শুধরে নিল। ফলে কোহলি টপকে গেলেন অনেক কিংবদন্তিদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:২৮
cricket

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

এক দিনের ক্রিকেটে ইদানীং ভাল ছন্দে রয়েছেন বিরাট কোহলি। সম্প্রতি বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংয়ে ফিরে এসেছেন। ২০২১-এর পর আবার ৫০ ওভারের ক্রিকেটে শীর্ষে উঠেছেন তিনি। সেই কোহলিকে নিয়ে ভুল তথ্য দেওয়ায় সমালোচিত আইসিসি। পরে নিজেরাই ভুল শুধরে নিল। ফলে কোহলি টপকে গেলেন অনেক কিংবদন্তিকে।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলে ৫০ ওভারের ফরম্যাটে এক নম্বরে উঠে এসেছেন কোহলি। তার পরেই একটি ছবি পোস্ট করে আইসিসি। সেখানে তারা জানায়, ৮২৫ দিন এক নম্বর ব্যাটার হিসাবে কাটিয়েছেন কোহলি।

সঙ্গে সঙ্গে সমর্থকেরা প্রশ্ন তোলেন। তাঁরা দাবি করেন, অতীতে এই আইসিসি-ই দেখিয়েছিল কোহলি ১৫৪৭ দিন এক নম্বর ব্যাটার ছিলেন। রাতারাতি তা কমে গেল কী করে?

বিষয়টি নজরে আসে আইসিসি-রও। সঙ্গে সঙ্গে তারা ভুল শুধরে নেয়। নতুন যে তালিকা তারা প্রকাশ করেছে, সেখানে সবচেয়ে বেশি দিন এক নম্বরে কাটানোর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন কোহলি। প্রথমে রয়েছেন ব্রায়ান লারা (২৩০৬ দিন)। দ্বিতীয় ভিভ রিচার্ডস (২০৭৯ দিন)। কোহলির পরে রয়েছেন মাইকেল বিভান (১৩৬১), বাবর আজ়ম (১৩৫৯) এবং এবি ডিভিলিয়ার্স (১৩৫৬)।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোহলি সকলের আগে। এই নিয়ে ১১ বার ১ নম্বরে উঠে এসেছেন কোহলি। প্রথম বার ২০১৩-র অক্টোবরে এই কাজ করেছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির আগে দেশের হয়ে আর এক বারই মাঠে দেখা যাবে কোহলিকে। আগামী রবিবার ইন্দোরে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে নামবে ভারত।

Advertisement
আরও পড়ুন