ICC Women ODI World Cup 2025

জোড়া হারের ধাক্কার মধ্যেই আইসিসির শাস্তির কবলে হরমনপ্রীতের ভারত! কী অপরাধ?

পর পর দুই ম্যাচে হেরে বিশ্বকাপে চাপে ভারতীয় মহিলা দল। তার মধ্যেই আইসিসির শাস্তির কোপে হরমনপ্রীত কৌরেরা। কী অপরাধ ভারতীয় দলের?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:২১
harmanpreet kaur

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র

পর পর দুই ম্যাচে হেরে বিশ্বকাপে চাপে ভারতীয় মহিলা দল। তার মধ্যেই আইসিসির শাস্তির কোপে হরমনপ্রীত কৌরেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য জরিমানা হল ভারতীয় মহিলা দলের। সকলের ম্যাচ পারিশ্রমিকের ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

Advertisement

গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি ওভার কম বল করে ভারতীয় দল। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী ম্যাচ পারিশ্রমিকের ৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর এই শাস্তির বিরোধিতা করেননি।

রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩০ রান করেও হেরে যায় ভারত। অস্ট্রেলিয়া এক ওভার বাকি থাকতে ৭ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক অ্যালিসা হিলি ১০৭ বলে ১৪২ রান করে দলকে জেতান। জলে যায় স্মৃতি মন্ধানার ৬৬ বলে ৮০ রানের ইনিংস।

প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়ে শুরুটা ভাল করেছিল ভারত। কিন্তু তারপর দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মতো দুই কঠিন প্রতিপক্ষের সামনে পড়তেই হারতে হয় হরমনপ্রীতদের।

Advertisement
আরও পড়ুন