Shubman Gill

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে ছটফট করছেন শুভমন! বিজয় হজারে ছাড়াও খেলবেন আরও এক প্রতিযোগিতায়

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়র আগে বিজয় হজারে ট্রফি খেলবেন শুভমন গিল। পরে আরও একটি প্রতিযোগিতায় খেলবেন পঞ্জাবের হয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮
picture of cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে ছটফট করছেন শুভমন গিল। পঞ্জাবের হয়ে বিজয় হজারে ট্রফিতে খেলার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন। এ বার রঞ্জি ট্রফিতেও খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু হবে ১১ জানুয়ারি। তার আগে বিজয় হজারে ট্রফির দু’টি ম্যাচ খেলবেন শুভমন। ৩ জানুয়ারি সিকিম এবং ৬ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে খেলবেন। জয়পুরে দু’টি ম্যাচ খেলার পর তিনি যোগ দেবেন ভারতীয় শিবিরে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নিউ জ়িল্যান্ড সিরিজ়ের পর পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ ১৮ জানুয়ারি। সে দিনই বিজয় হজারে ট্রফির ফাইনাল। ফলে ঘরোয়া এক দিনের প্রতিযোগিতায় দু’টির বেশি ম্যাচ খেলতে পারবেন না শুভমন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না হওয়ায় প্রায় দু’মাস শুভমনের কোনও আন্তর্জাতিক সূচি থাকবে না। সেই সময় পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) এক কর্তা বলেছেন, ‘‘ভারতীয় দলের শিবিরে যোগ দেওয়ার আগে শুভমন পঞ্জাবের হয়ে দু’টি ম্যাচ খেলবে। ৩ এবং ৬ জানুয়ারি বিজয় হজারে ট্রফির ম্যাচ রয়েছে আমাদের। নিউ জ়িল্যান্ড সিরিজ়ের পর রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলতে চায় শুভমন।’’ আগামী ২২ জানুয়ারি থেকে সৌরাষ্ট্র এবং ২৯ জানুয়ারি থেকে কর্নাটকের বিরুদ্ধে খেলতে পারেন শুভমন। পঞ্জাব নকআউট পর্বে উঠলেও খেলতে পারেন ভারতের টেস্ট অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েও শুভমন ছিলেন ভারতের সহ-অধিনায়ক। সিরিজ় শেষ হওয়ার পর বিশ্বকাপের দলেই তিনি সুযোগ না পাওয়ায় বিস্মিত ক্রিকেটপ্রেমীদের একাংশ। বেশ কিছু দিন ধরে অবশ্য ২০ ওভারের ক্রিকেটে চেনা ফর্মে দেখা যাচ্ছে না শুভমনকে। ২০২৫ সালে ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে শুভমন করেছেন ২৯১ রান। স্ট্রাইক রেট ১৩৭.২৬।

Advertisement
আরও পড়ুন