Rishabh Pant

পন্থকে নিয়ে নতুন চিন্তা! মাথা, কনুই, পেটে তিন বার চোট পেয়ে মাঠ ছাড়লেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টের আগে উদ্বেগ

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে ব্যাট করতে নেমে চোট পেলেন ঋষভ পন্থ। তিন বার আঘাত পাওয়ার পর মাঠ ছাড়েন উইকেটরক্ষক-ব্যাটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১২:৩০
picture of Rishabh Pant

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

আবার চোট পেলেন ঋষভ পন্থ। ভারত ‘এ’ এবং দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের দ্বিতীয় বেসরকারি টেস্টে শনিবার ব্যাট করতে নেমে তিন বার চোট পেয়েছেন পন্থ। তার পর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে ব্যাট বা উইকেট রক্ষা করতে নামেননি। স্বভাবতই ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ়ের আগে তৈরি হয়েছে উদ্বেগ।

Advertisement

প্রথমে হেলমেটে, তার পর বাঁ হাতে কনুইয়ে এবং পরে পেটে আঘাত পেয়েছেন পন্থ। তিন বার আহত হওয়ার পর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সাজঘরে ফিরে যাওয়ার সময় পন্থের রান ছিল ২২ বলে ১৭। পরে আর ব্যাট করতে নামেননি। উইকেট রক্ষা করতেও নামেননি পন্থ। তাঁর পরিবর্তে উইকেটরক্ষা করেছেন ধ্রুব জুরেল। পন্থের চোট কতটা গুরুতর, সে ব্যাপারে কিছু জানানো হয়নি ভারত ‘এ’ দলের পক্ষ থেকে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন ভারত ‘এ’ দলের অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে হচ্ছে ম্যাচ। সেখানকার পিচে দক্ষিণ আফ্রিকার জোরে বোলারদের সামলাতে পারেননি তিনি। আগামী ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। চোটের জন্য পন্থ সেই ম্যাচে খেলতে না পারলে শুভমন গিলের দলের উইকেটরক্ষক হিসাবে দেখা যাবে জুরেলকে। প্রথম ইনিংসে তিনি অপরাজিত শতরান করেছেন।

Advertisement
আরও পড়ুন