BGT 2024-25

সমর্থকের সঙ্গে কোহলির ঝামেলা, ভারত অভিযোগ জানিয়েছে? উত্তর দিলেন মেলবোর্নের কর্তা

শুক্রবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে আউট হয়ে ফেরার সময় এক সমর্থকের কটাক্ষের শিকার হয়েছিলেন বিরাট কোহলি। সেই ঘটনায় ভারতের তরফে সরকারি ভাবে অভিযোগ জানানো হয়েছে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১১
cricket

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

শুক্রবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে আউট হয়ে ফেরার সময় এক সমর্থকের কটাক্ষের শিকার হয়েছিলেন বিরাট কোহলি। সেই ঘটনার পর ভারতের তরফে সরকারি ভাবে অভিযোগ জানানোর সম্ভাবনা ছিল। তবে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কর্তা স্টুয়ার্ট ফক্স জানিয়েছেন, ভারতের তরফে কোনও অভিযোগ করা হয়নি।

Advertisement

এক রেডিয়ো চ্যানেলে ফক্স বলেছেন, “কোনও ক্রিকেটারের সঙ্গে সমর্থকেরা বিতণ্ডায় জড়ালে আমরা কখনওই স্বস্তিতে থাকতে পারি না। ম্যাচের আয়োজক হিসাবে আমাদের সব দিকে নজর রাখতে চায়। কালকের ওই ঘটনা রাতে খুঁটিয়ে দেখেছি। সকালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেছি। ভারত কোনও অভিযোগ করেনি।”

তিনি আরও বলেছেন, “কোহলি সাজঘরে ফেরার শেষের দিকে কিছু একটা হয়েছিল। ও ফিরে আসে। যদি খুব খারাপ কোনও কথা বলা হত বা শারীরিক হেনস্থা করা হত তা হলে আমাদের চিন্তার কারণ ছিল। তবে ওখানে উপস্থিত থাকা নিরাপত্তারক্ষীরা শান্ত মাথায় বিষয়টা নিয়ন্ত্রণে আনে। আমি কোহলিকে ভালবাসি। ক্রিকেটের জন্য ও যা করেছে তার তুলনা হয়নি। আমি পছন্দ করি না কেউ ব্যাঙ্গাত্মক শিস দিক।”

উল্লেখ্য, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে বিতর্কে জড়িয়েছিলেন কোহলি। শুক্রবার ঝামেলায় জড়িয়েছিলেন সমর্থকদের সঙ্গে। আউট হওয়ার পর সাজঘরে ফিরছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গ্যালারির নীচে দিয়ে সাজঘরে ফেরার সময় তাঁকে আওয়াজ দিয়েছিলেন কয়েক জন সমর্থক। সে দিকে না-তাকিয়ে সাজঘরে ফেরার রাস্তা ধরেছিলেন কোহলি।

তখনই কোনও এক সমর্থক কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন কোহলিকে। সেই কথা কানে যেতেই সংযত থাকতে পারেননি তিনি। আবার বাইরে বেরিয়ে এসেছিলেন। সেই সমর্থককে কিছু বলতে দেখা গিয়েছিল কোহলিকে। তবে জল বেশি দূর গড়ায়নি। স্থানীয় এক ক্রিকেটকর্তা সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলেন। তিনি কোহলিকে শান্ত করে সাজঘরের দিকে এগিয়ে দিয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন