ICC Women ODI World CUP 2025

মহিলাদের এক দিনের বিশ্বকাপের দল ঘোষণা, হরমনপ্রীতের নেতৃত্বে কোন ১৫ জন জায়গা পেলেন?

মহিলাদের এক দিনের বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং মহিলাদের প্রধান নির্বাচক নীতু ডেভিড। বাংলা থেকে সুযোগ পেয়েছেন এক জন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৬:৩৯
picture of Harmanpreet Kaur

মহিলাদের এক দিনের বিশ্বকাপ ট্রফির সঙ্গে হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

সূর্যকুমার যাদবদের এশিয়া কাপের দল ঘোষণা পর মহিলাদের এক দিনের বিশ্বকাপের দলও জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রত্যাশামতোই ১৫ জনের দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর। উল্লেখযোগ্যদের মধ্যে জায়গা পাননি শেফালি বর্মা। বাংলা থেকে দলে রয়েছেন রিচা ঘোষ। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়েও একই দল খেলবে।

Advertisement

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন জোরে বোলার রেণুকা সিংহ। মহিলাদের আইপিএল খেলার সময় কুঁচকিতে চোট পান তিনি। চোট গুরুতর না হলেও এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সেলেন্সে ছিলেন বেশ কিছু দিন। এখন ম্যাচ খেলার জন্য তৈরি তিনি। স্বাভাবিক ভাবেই তাঁকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে।

বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিতদেরই রাখা হয়েছে। তবে শেফালিকে স্ট্যান্ডবাই হিসাবেও না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে মহিলা দলের প্রধান নির্বাচক নীতু ডেভিড বলেছেন, ‘‘শেফালি আমাদের পরিকল্পনার মধ্যেই রয়েছে। ওর পারফরফম্যান্সের দিকে নজর রয়েছে। বিশ্বকাপের দলে না থাকলেও অদূর ভবিষ্যতে আমরা ওর কথা বিবেচনা করতেই পারি। শেফালির দক্ষতা নিয়ে আমাদের কারও সংশয় নেই।’’ উল্লেখ্য, গত বছর অক্টোবরে ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক এক দিনের ম্যাচ খেলেছেন ২১ বছরের অলরাউন্ডার। শেফালি ওপেনার হিসাবেও দক্ষ। ওপেনার হিসাবে মন্ধানার সঙ্গে দলে রয়েছেন প্রতীকা রাওয়াল। ইনিংস শুরু করতে পারেন যস্তিকা ভাটিয়াও।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। প্রথম দিনই মাঠে নামবে ভারতীয় দল। হরমনপ্রীতদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৫ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবেন তাঁরা।

মহিলাদের এক দিনের বিশ্বকাপের ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রেণুকা সিংহ ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ক্রান্তি গৌড়, আমনজ্যোৎ কৌর, রাধা যাদব, শ্রী চারানি, স্নেহ রানা এবং যস্তিকা ভাটিয়া।

স্ট্যান্ডবাই: তেজল হাসবনিস, প্রেমা রাওয়াত, প্রিয়া মিশ্র, ঊমা ছেত্রী, মিন্নু মানি এবং সায়ালি সাতঘরে।

Advertisement
আরও পড়ুন