India U-19 vs Australia U-19

টেস্টেও বড় জয় ভারতের ছোটদের, বৈভবদের দাপটে ইনিংসে হার অস্ট্রেলিয়ার

এক দিনের সিরিজ়‌ে তিনটি ম্যাচেই অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছিল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ছোটদের টেস্টেও প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতল ভারত। ব্রিসবেনে প্রথম টেস্টে এক ইনিংস এবং ৫৮ রানে জিতেছে বৈভব সূর্যবংশীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৩:৫১
cricket

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।

এক দিনের সিরিজ়‌ে তিনটি ম্যাচেই অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছিল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ছোটদের টেস্টেও প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতল ভারত। ব্রিসবেনে প্রথম টেস্টে এক ইনিংস এবং ৫৮ রানে জিতেছে বৈভব সূর্যবংশীরা।

Advertisement

বৈভবের শতরান, বেদান্ত ত্রিবেদীর ১৪০-এর পর বল হাতে দীপ্তেশ দেবেন্দ্রনের আট উইকেটের সৌজন্যে একপেশে লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ২৪৩ রানে। জবাবে ভারত তোলে ৪২৮। বৈভব মাত্র ৮৬ বলে ১১৩ রান করেন। বেদান্ত ১৯২ বলে ১৪০ রান করেন।

ভারতের লিড ছিল ১৮৫ রানের। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন মিডিয়াম পেসার দীপ্তেশ। দ্বিতীয় ইনিংসে আরও তিন উইকেট নেন তিনি। অস্ট্রেলিয়ার বাকি উইকেটগুলি ভাগাভাগি করে নিয়েছেন কিষাণ কুমার, খিলান পটেল এবং অনমোলজিৎ সিংহ।

দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু ৭ অক্টোবর থেকে। সেই খেলাটি হবে ম্যাকেতে।

নজর কেড়ে নিয়েছে বৈভবের ইনিংস। অনেকেই বলেছেন, টেস্ট ক্রিকেটের জন‍্য উপযুক্ত নয় বৈভব সূর্যবংশী। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ছোটদের টেস্টে শতরান করে ফেলল ১৪ বছরের ব‍্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে বড়দের দলে জায়গা করে নেবে, এ কথা বলার সময় হয়তো এখনও আসেনি। কিন্তু সে দিকেই যে নিজেকে নিয়ে যাচ্ছে ১৪ বছরের বৈভব, তা এখনই বলে দেওয়া যায়।

বুধবার ইয়ান হিলি ওভাল মাঠে বৈভব ভারতের হয়ে ওপেন করতে নামে। ৭৮ বলে শতরান করার পর অবশ‍্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি বৈভব। ৮৬ বলে ১১৩ রান করে আউট হয়ে যায়। তার ইনিংসে ৯টি চার, ৮টি ছক্কা রয়েছে।

Advertisement
আরও পড়ুন