India vs England 2025

ইংল্যান্ড সফরে বিতর্ক! আউট হয়েও মাঠ ছাড়তে নারাজ যশস্বী, কড়া দৃষ্টি আম্পায়ারের দিকে

মাত্র ১৭ রান করে আউট হয়ে যান যশস্বী। তরুণ ওপেনারের পায়ে বল লাগে। বোলার ক্রিস ওকস আউটের আবেদন করেন। আম্পায়ার আঙুল তুলে আউটের ঘোষণা করতেই যশস্বীকে হতাশ দেখায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১১:১৬
Yashasvi Jaiswal

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

ভারত এ দল খেলছে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। সেই ম্যাচে আউট হয়েও মাঠ ছাড়তে চাইছিলেন না যশস্বী জয়সওয়াল। বেসরকারি টেস্ট হওয়ায় রিভিউ নেওয়ারও উপায় ছিল না। ফলে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন যশস্বী।

Advertisement

মাত্র ১৭ রান করে আউট হয়ে যান যশস্বী। তরুণ ওপেনারের পায়ে বল লাগে। বোলার ক্রিস ওকস আউটের আবেদন করেন। আম্পায়ার আঙুল তুলে আউটের ঘোষণা করতেই যশস্বীকে হতাশ দেখায়। তিনি এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে থাকেন আম্পায়ারের দিকে তাকিয়ে। এক বার বোঝানোর চেষ্টা করেন যে, বল উইকেটের বাইরে যাচ্ছিল। কিন্তু কোনও লাভ হয়নি। রিভিউ নেওয়ার কোনও উপায় ছিল না। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন যশস্বী।

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত এ বনাম ইংল্যান্ড লায়ন্সের দ্বিতীয় বেসরকারি টেস্ট। যে ম্যাচে প্রথম দিনের শেষে ভারত ৩১৯ রান তুলেছে ৭ উইকেট হারিয়ে। শতরান করেছেন লোকেশ রাহুল। টেস্টে যশস্বীর সঙ্গে তিনিই যে ওপেন করবেন, তা এক প্রকার নিশ্চিত।

চতুর্থ উইকেটে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন করুণ নায়ার। তবে বৃষ্টির কারণে প্রথম সেশনে বেশ কিছুটা সময় নষ্ট হয়। মধ্যাহ্নভোজের বিরতির আগে মাত্র ২১ ওভার খেলা হয়। ফলে দ্বিতীয় সেশনে অনেকটা সময় ধরে খেলা হয়। অর্ধশতরানের পরে রাহুলকে দেখা যায় আগ্রাসী ভঙ্গিতে খেলতে। দ্রুত শতরান করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। চা-বিরতির আগে পর্যন্ত ৯৩ রানে অপরাজিত ছিলেন। শেষ সেশন শুরু হতেই দ্রুত শতরান করেন। ১৬৮ বলে ১১৩ রান করে তিনি আউট হয়েছেন হিলের বলে। মেরেছেন ১৫টি চার এবং একটি ছয়।

জুরেলের মতো শুরুটা ভাল করেছিলেন নীতীশ রেড্ডিও। তবে, ৩৪ রানে ফিরে যান। প্রথম দিনের শেষে ক্রিজ়ে রয়েছেন তনুশ কোটিয়ান (৫) এবং অংশুল কমবোজ (১)।

Advertisement
আরও পড়ুন