Rohit Sharma on Virat Kohli

বিরাটের শতরানের অপেক্ষায় ছিল গোটা দেশ, নিশ্চিন্ত ছিল রোহিতদের সাজঘর

পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটে রান না থাকায় চিন্তায় ছিল গোটা দেশ। কিন্তু ভারতের সাজঘর নিশ্চিন্তে ছিল বলে জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৮
cricket

পাকিস্তানের বিরুদ্ধে শতরানের পর বিরাট কোহলি। ছবি: পিটিআই।

দুবাইয়ের মাঠে দাপট দেখাল ভারত। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তিন বিভাগেই পাকিস্তানকে টেক্কা দিল তারা। ম্যাচের নায়ক হয়ে উঠলেন বিরাট কোহলি। সেই কোহলি, কয়েক দিন আগেও যাঁর সমালোচনা হচ্ছিল। ব্যাটে রান ছিল না। কিন্তু পাকিস্তানকে সামনে দেখলেই যেন জ্বলে ওঠেন কোহলি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে একার ব্যাটে ভারতকে জিতিয়েছিলেন। তিন বছর পর দুবাইয়ের মাঠেও সেটাই দেখা গেল। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। কোহলির শতরানের অপেক্ষায় গোটা দেশ ছিল। কিন্তু সাজঘর ছিল নিশ্চিন্ত। পাকিস্তানকে হারিয়ে সেই কথাই বললেন রোহিত শর্মা।

Advertisement

কোহলির ফর্ম নিয়ে যখনই প্রশ্ন হয়েছে, সপাটে জবাব দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। বার বার বলেছেন কোহলির রানের খিদের কথা। তাঁর অভিজ্ঞতার কথা। তাঁর ফিটনেসের কথা। গম্ভীরের কথাই যেন আবার শোনা গেল রোহিতের মুখে। তিনি বললেন, “কোহলি দেশের হয়ে খেলতে ভালবাসে। ও যেটা ভাল করে সেটাই এই ম্যাচে করেছে। পাকিস্তানের বিরুদ্ধে ও যে ব্যাটটা করেছে তা দেখে আমরা অবাক হইনি। ওর শতরান নিয়ে আমাদের সাজঘর নিশ্চিন্ত ছিল।”

পাকিস্তানের বিরুদ্ধে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খেলেছেন কোহলি। শুরুতে সময় নিয়েছেন। ধীরে ধীরে রান তোলার গতি বাড়িয়েছেন। সতীর্থের সঙ্গে জুটি বেঁধেছেন। আবার শেষ দিকে শতরানের জন্য বড় শট খেলেছেন। খেলা শেষে কোহলিকে দেখে বোঝা গিয়েছে, কতটা তৃপ্তি পেয়েছেন তিনি। কোহলির ইনিংস হাসি ফুটিয়েছে রোহিতের মুখেও। সতীর্থকে নিয়ে তাই উচ্ছ্বসিত তিনি।

কোহলির আলাদা করে প্রশংসা করলেও রোহিতের গলায় শোনা গিয়েছে দলগত জয়ের কথা। প্রথমে বল করে পাকিস্তানকে ২৪১ রানে আটকে রাখার জন্য দলের বোলারদের প্রশংসা করেছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, “আমরা দুর্দান্ত বল করেছি। জানতাম, উইকেট মন্থর। কিন্তু আমাদের ব্যাটিং আক্রমণের পক্ষে ২৪১ রান কঠিন ছিল না। তার জন্য কুলদীপ যাদব, অক্ষর পটেল ও রবীন্দ্র জাডেজার কৃতিত্ব অনেক বেশি। তবে মহম্মদ শামি, হার্দিক পাণ্ড্য ও হর্ষিত রানাকে ভুললে চলবে না। এই জয় দলের সকলের জয়।”

cricket

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

দুবাইয়ের এই উইকেটে ২৪১ রান তাড়া করা খুব সহজ ছিল না। কারণ, উইকেটে বল পড়ে ধীরে আসছিল। সেই সময় জুটি বাঁধার দরকার ছিল। সেটাই করেছেন শুভমন গিল, কোহলি, শ্রেয়স আয়ারেরা। সেই প্রসঙ্গে রোহিত বলেন, “ছেলেরা জানত ওদের কাজ কী। সেটাই করেছে ওরা। কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় খেলেছে।” এই ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল রোহিতের। কিছু ক্ষণ মাঠে ছিলেন না তিনি। অবশ্য চিন্তার কোনও কারণ নেই। আপাতত তিনি ভাল আছেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।

Advertisement
আরও পড়ুন